হারিয়ে গেছেন মগবাজারের হারুনর রশীদ
হারিয়ে গেছেন মগবাজারের হারুনর রশীদ
‘মা গো, অতো ধুপধাপ কইরা চইলো না, কহন কি হয়! উত্তর ছিল, অবশ্যই চাচা’ ...তার সঙ্গে এটাই আমার শেষ কথা। সেটিও কোভিডের দ্বিতীয় ধাক্কায় হোম অফিস শুরুর আগে। এই শহরের আরও হাজার হাজার নিম্নআয়ের মানুষদের মতো তিনিও একজন, যাকে পেটের টানে বৃদ্ধ বয়সেও পরিবার পরিজন থেকে দূরে থেকে চাকরি করে যেতে হয়েছে। আজ তিনি একজন হারিয়ে যাওয়া হারুনর রশীদ।
মগবাজার ওয়্যারলেসের কাছে ৭৯ আউটার সার্কুলার রোডের ভয়াবহ বিস্ফোরণে যে কটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি তারই একটির দায়িত্বে ছিলেন। এই ভবনটিরই তৃতীয় তলায় আমাদের অনলাইন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার অফিস। তিনি আমাদের কেয়ারটেকার চাচা।
হারুনর রশিদের এক মেয়ে ও এক ছেলে। স্ত্রী নেই। এই ভবনে তিনি কেয়ারটেকার হিসেবে প্রায় আড়াই বছর ধরে চাকরি করেন। থাকতেন নিচতলার একটি রুমে। সকাল ১০টা, সাড়ে দশটার দিকে আমার অফিসে ঢোকার সময়টা ছিল তার রান্না করার। সিড়িতে ওঠার সময় একটু উঁকি দিতাম, বৃদ্ধ হাসতেন স্নেহের হাসি।
ফেরার পথে দেখতাম গেইটের কাছে বসেছেন মোবাইল নিয়ে, উচ্চস্বরে দেশের বাড়িতে জমিজিরাতের খোঁজ নিতেন। আমার চলাফেরার অস্থিরতা বোধকরি তার নজরেও এসেছিল, তাইতো একটু বুঝে চলতে বলতেন।
রবিবারও হারুনর রশীদ ডিউটি করেছেন। রাতের বিস্ফোরণের পর থেকে এতোখানি সময় পেরিয়ে গেলেও এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। ভবনের নিচে, সামনের রাস্তা, পাশের গলিতে বা কোথাওই তিনি নেই। বারবার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধই পাওয়া গেছে।
দিনভর তার মেয়ে বাবার ছবি হাতে নিয়ে ছুটে বেড়িয়েছেন এ হাসপাতার থেকে ও হাসপাতালে। কেউ যদি একবারের জন্যেও কোনো সন্ধান দিতে পারে!
কিন্তু পাওয়া যায়নি। অপরাজেয় বাংলার প্রত্যেক সদস্য ব্যথিত, শোকাহত। বয়স্ক মানুষটির কথা ভাবনায় আসতেই ঝাপসা হচ্ছে চোখ। শুধু কানে ভাসছে 'কহন কি হয়'। সত্যিই হারিয়ে গেছেন হারুনর রশীদ!
আরও পড়ুন
জনপ্রিয়
- নর্ড স্ট্রিম ২ কী? কেন এটি নিয়ে এত বিতর্ক? পর্ব ১
- বিশেষ সাক্ষাৎকার
`চিকিৎসা সম্ভব, সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গ বলে কেউ থাকবে না` - চিড়িয়াখানায় অজগরের খাঁচায় জীবিত খরগোশ গুনছিলো মৃত্যুর ক্ষণ
- মগবাজারে বিস্ফোরণে অপরাজেয় বাংলার সম্পাদক-নির্বাহী সম্পাদক আহত
- যশোরে মিঠা পানিতে নোনা ট্যাংরার বাণিজ্যিক চাষ
- ১৪১ বছরের পুরনো পাগলা গারদে পাগল হওয়ার দশা!
- পাহাড়ি জঙ্গলে এলাচের বন, সবুজ গুটিতে স্বপ্ন ভাসে ওমর শরীফের
- করোনায় দৃশ্যমান স্বেচ্ছাসেবার শক্তি
- মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ও মেধাবী, তবে ভারতীয়
কৈশোরেই ব্রিটেনে আলোড়ন সৃষ্টিকারী এক বাঙালি নারীর গল্প - স্বচ্ছতা, বিশ্বস্ততা সোনালী লাইফকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়: রাশেদ আমান