শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে বেকারত্বের হার বেড়ে ৫.৩ শতাংশ 

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:৪৬, ৩ জুন ২০২১

৫৫৭

দেশে বেকারত্বের হার বেড়ে ৫.৩ শতাংশ 

করোনা মহামারিতে কাজের সংকটের কারনে বাংলাদেশের বেকারত্বের হার ১.১ শতাংশ বেড়ে ৫.৩ শতাংশ হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) এর প্রতিবেদনে বিষয়টি উঠে আসে৷ 

'ওয়াল্ড এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল আউটলুক: ট্রেন্ড অন ২০২১' শিরোনামে আইএলওর প্রতিবেদনটি প্রকাশিত হয় বুধবার (২ জুন)।  সেখানে দেখা যায় ২০১৯ সালে বাংলাদেশের বেকারত্বের হার ছিল ৪.২ শতাংশ। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েচে ৫.৩ শতাংশ। 

রিপোর্টে আরও বলা হয়, পুরো বিশ্বে বেকারত্বের হার বেড়েছে। ২০১৯ সালে যা ছিল ৫.৪ তা ২০২০ সালে হয়েছে ৬.৫ শতাংশ। ভারতে সর্বোচ্চ ২.২ শতাংশ বেড়ে হয়েছে ৭.১ শতাংশ। 

আইএলও আরও জানায়, একবছরে পাকিস্তান, নেপাল ও ভুটানে বেকারত্বের হার বেড়েছে যথাক্রমে ০.৭, ১.৩ ও ১.৪ শতাংশ। 

করোনার কারণে সৃষ্ট শ্রম সংকট সহজে নিরসন হবে না বলে প্রতিবেদনে বলা হয়৷ ঘাটতি পূরনে অন্তত ২০২৩ পর্যন্ত সময় প্রয়োজন হবে। তবে টিকা কর্মসূচির কারণে ২০২১ সালের শেষ দিকে তা তরান্বিত হবে। 

প্রতিবেদন মতে, ২০২০ সালে নারীর কর্মসংস্থান কমেছে ৫ শতাংশ এবং পুরুষদের ৩.৯ শতাংশ। বিশ্বব্যাপী যুবকদের মধ্যে  ৮.৭ শতাংশ বেকারের বিপরীতে বয়স্কদের ক্ষেত্রে ৩.৭ শতাংশ। যার বেশিরভাগই বাংলাদেশের মত মধ্যম আয়ের দেশে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত