রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আলুর বস্তা দিয়ে তৈরি প্যান্ট, নেটিজেনে হাসির রোল

সাতরং ডেস্ক

১১:৪২, ৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৯:৫১, ৮ ডিসেম্বর ২০২০

২৫৪২

আলুর বস্তা দিয়ে তৈরি প্যান্ট, নেটিজেনে হাসির রোল

ফ্যাশনের দিক বিবেচনা করলে ২০২০ সাল খুবই অদ্ভুত একটি বছর। কেননা এই বছর প্রথমবারের মতো দেখা গেছে ঘাস দিয়ে ঘষা ডেনিমের প্যান্ট। এছাড়া আসোস নামক এক ব্র্যান্ড বের করে দুই পাশে ছিদ্র থাকা পুরুষদের টি-শার্ট। বড় বড় ব্যান্ড থেকে অনুপ্রেরণা নিয়েই হয়তো ভারতের এক ব্র্যান্ড বের করেছে আলুর বস্তা দিয়ে তৈরি প্যান্ট! 

আরুন বোথরা নামের এক আইপিএস অফিসার সেই ছবি টুইটারে শেয়ার দেয়ার পর এখন হাসির রোল পড়েছে নেটিজেনদের মাঝে। ‘ওকে’ ক্যাপশন দেয়া ছবিতে দেখা যায়, পাট দিয়ে তৈরি একটি বস্তা দিয়ে বানানো প্যান্ট ঝুলিয়ে রাখা হয়েছে শো রুমে। শক্ত করে পরার জন্য সেখানে আবার ফিতাও দেয়া হয়েছে। প্যান্টের ডান পায়ে বস্তার যে বর্ণনা আছে সেখান থেকে বুঝা গেছে এটা যে আলুর বস্তা।

সেই পোস্ট রিটুইট করে রাহিল কালিয়া নামের একজন লিখেছে, প্যান্টটা পেতে কি পাঁচ কেজি চিনি কিনলে হবে নাকি আলাদা টাকা দিতে হবে? 

অরুন কুমার আগাস্তি লিখেন, ফিতা কেন অন্যগুলোর মতো? এটাও পাটের রশি দিয়ে বানানো উচিত। আরেকজন লিখেন, পৃথিবী ছেড়ে যাওয়ার এটাই সময়।

তবে আখশিতা লাড্ড নামের একজন আবার পাটের জামা যে আগেও ছিল সেটা তুলে ধরেন। তিনি রিটুইটে বিখ্যাত মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরোর ছবি দিয়ে লিখেন, মনরো বহু আগেই পাটের জামা গায়ে দিয়ে ফটোশুট করেছেন। এটা নতুন কিছু নয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank