মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেনসিংটন প্যালেসে প্রদর্শিত হবে প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক

সাতরং ডেস্ক

১৫:১৩, ২৭ এপ্রিল ২০২১

৫৫৪

কেনসিংটন প্যালেসে প্রদর্শিত হবে প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক

১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যুর পর প্রথমবারের মতো তার বিয়ের পোশাক কেনসিংটন প্যালেসের প্রদর্শিত হবে। 

রয়্যাল ফ্যাশন ডিজাইন তুলে ধরার জন্য ‘র‌য়্যাল স্টাইল ইন দ্য মেকিং’ নামে এক অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। চলতি বছরের জুনের ৩ তারিখ থেকে শুরু হবে প্রদর্শনী চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। আশা করা হচ্ছে মূল আকর্ষণ হয়ে থাকবে প্রিন্সেস ডায়ানার পোশাকটি। 

এলিজাবেথ এবং ডেভিড ইমানুয়েলের ডিজাইন করা প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাকটি ২৫ ফুট দৈর্ঘর জন্য বিখ্যাত। কেননা ব্রিটিশ রাজকীয় ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘতম। এটা এতটাই বড় ছিল যে বিয়ের সময় ডায়ানাকে গাড়িতে বসাতেই সমস্যা হচ্ছিল। 

এই পোশাকটি সর্বশেষ ১৯৯৫ সালে কেনসিংটন প্যালেসে প্রদর্শিত হয়েছিল। তখন তিনি বেঁচে ছিলেন। ডায়ানার মৃত্যুর পর ইচ্ছার অংশ হিসেবে গাউনটি তার ভাই আর্ল স্পেন্সারের হাতে তুলে দিয়ে প্রিন্স হ্যারিস ও প্রিন্স উইলিয়ামের বয়স ৩০ হওয়া পর্যন্ত তা দেখশোনার দায়িত্ব দেয়া হয়। তখন থেকে গাউনটি আলথর্পে তার পৈতৃক বাড়িতে প্রদর্শিত হতো। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank