নেট দুনিয়ায় ভাইরাল নাগপুর পুলিশের কান্ড
নেট দুনিয়ায় ভাইরাল নাগপুর পুলিশের কান্ড
ব্যাংকিং সুরক্ষার বিষয়ে গ্রাহকদের সচেতন করতে দীর্ঘদিন প্রচারণা চালাচ্ছে ভারতের নাগপুর পুলিশ। প্রচারণা সফল করতে প্রচলিত মাধ্যমের পাশাপাশি বেশ মজার কিছু মিম শেয়ার করছে তারা। এমনই একটা মিম ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। যেখানে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার বরুন চক্রবর্তী খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে - তাঁর চোখ প্রশস্ত এবং হাত চুল আঁকড়ে আছে। দেখতে মনে হচ্ছে মারাত্মক কোনো ভুল করে বসেছেন।
এই মূহুর্তকেই টুইটারে শেয়ার করেছে নাগপুর পুলিশ । সাথে ক্যাপশনে লেখা “যখন আপনি তথাকথিত ব্যাংক কর্মকর্তার কাছে আপনার ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড ) শেয়ার করেন”। মিমটি পোস্ট করার পরপরই শেয়ার দিতে থাকে নেটিজেনরা। আসতে থাকে মজার মজার কমেন্টও।
সেখানে একজন লিখেছেন “গুরুত্বপূর্ণ সচেতনতামূলক প্রচারগুলো কীভাবে করবেন তা শিখতে চান? টুইটারে নাগপুর পুলিশকে ফলো করুণ”। আরেকজন মন্তব্য করেণ “বার্তা প্রচারে উদ্ভাবনী ও চিত্তাকর্ষক বুদ্ধি, নাগপুর পুলিশকে স্যালুট”।
উল্লেখ্য, ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড এলোমেলোভাবে তৈরি করা হয় এবং এসএমএসের মাধ্যমে পাঠানো হয় ব্যবহারকারীর ফোনে। লেনদেন শেষ করতে এই পাসওয়ার্ডটি একবারই ব্যবহার করতে পারেন গ্রাহক। চিরস্থায়ী পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষিত বলে বিবেচিত ব্যাংক এখন ওটিপি ব্যবহার করছে। যা শেয়ার করলে একাউন্ট থেকে টাকা খোয়া যেতে পারে। সে বিষয়ে মানুষকে সতর্ক করতেই এই মিম শেয়ার করেছে নাগপুর পুলিশ।
তবে এমন কান্ড নাগপুর পুলিশের প্রথম নয়। এর আগেও অমিতাভ বাচ্চান ও আয়ুশমান খুররানার ছবি গুলাবো সিতাবোর একটা দৃশ্য নিয়েও মিমি শেয়ার করেছিলো তারা।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?