বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুলবল মাঠে সোশ্যাল ডিস্ট্যান্সিং! ফল ৩৭-০

সাতরং ডেস্ক

০৯:০০, ৫ অক্টোবর ২০২০

১০৯১

ফুলবল মাঠে সোশ্যাল ডিস্ট্যান্সিং! ফল ৩৭-০

জার্মানির এক অ্যামেচার ফুটবল টিম খেলায় প্রতিপক্ষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ৩৭টি গোল খেয়েছে। প্রতিপক্ষের জালে তারা জড়াতে পারেনি একটি গোলও। ফলে স্কোরবোর্ডে তাদের জন্য ছিলো বড় একটা জিরো। তা যাই হোক করোনা ভাইরাস থেকে তো রক্ষা পেলো! 

‘হারু পার্টির’ নাম এসজি রিপড্রফ মাঠে নেমেছিলো ৭ জন নিয়ে, কারণ কমপক্ষে সাতজন থাকতেই হবে, এটাই ছিলো ম্যাচের রিকোয়ারমেন্ট। 

বিজয়ী দল এসভি হোলডেন্সটেড। এর আগে এই দলটি এর আগের ম্যাচ যে দলের সঙ্গে খেলেছিলো তাদের একজন খেলোয়াড়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিলো।

সে কথা শুনেই সতর্ক হয়ে যায় এসজি রিপড্রফের খেলোয়াড়রা। প্রথমত তারা নামলোই সাত জন, প্রতিপক্ষের ১১ জনের বিপক্ষে। আর মাঠে তারা প্রতিপক্ষের কারো ধারে কাছে ঘিঁষলো না, ন্যুনতম ৬ ফুট দূরত্বে থেকে কোভিড-১৯ এ বেঁধে দেওয়া সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চললো। এতে প্রতি পক্ষ মনের সুখে ৩৭টি গোল দিলো। আর অনেকটা দূরে দাঁড়িয়ে সেগুলো হজম করলো রিপড্রফ। 

অথচ ম্যাচ শুরুর আগে হোলডেন্সটেড’র সব ক’টি খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট করে শতভাগ নেগেটিভ নিশ্চত করাই ছিলো।  

এটি ছিলো জার্মান ফুটবলের ১১তম পর্যায়ের টুর্নামেন্ট। এতে কোনো দল ম্যাচে না নামলে ২০০ ইউরো জরিমানব গুনতে হয়। সুতরাং খেলো না হয় ৩৭ গোল ২০০ ইউরোতো বাঁচলো!

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank