মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একটু উষ্ণতার জন্য!

নিউজ ডেস্ক

১২:০১, ৯ এপ্রিল ২০২১

৫২৮

একটু উষ্ণতার জন্য!

করোনা ভাইরাসে আক্রান্তের জন্য সবচেয়ে বড় অস্বস্তি আইসোলেশন। কারণ কেউ আক্রান্ত হলে তার কাছে কেউ যেতে চায় না। কিন্তু আক্রান্ত ব্যক্তি চান প্রিয় জনেনর সান্নিধ্য। কেউ তার হাতটি ধরে থাকলে তার সুখানুভুতি দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পান। ব্রাজিলের কয়েকজন নার্স এক অভিনব কাজ করেছেন। যা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দিচ্ছে সেই সুখানুভূতি। আপনিও চাইলে তা করতে পারেন। 

বিষয়টি খুবই সহজ। আর আছে হাতের কাছেই। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর ডিসপোজ্যাবল সার্জিক্যাল গ্লাভস এখন সবার কাছেই আছে। আর সবারই পরিচিত। এরই দুটি গ্লাভসের ভেতরে উষ্ণ পানি ভরে, তা ভালো করে আটকে বসিয়ে দেওয়া হয়েছে রোগীর হাতের উপরে ও নীচে। ব্যস এটুকুই। যা রোগীকে দিচ্ছে মানুষের হাত ধরে রাখারই অনুভূতি। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কেউ এই হাতকে 'ইশ্বরের হাত' বলেও আখ্যা দিয়েছেন। ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন সেই নার্সদের যারা এক উদ্ভাবক।  

ব্রাজিলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) করোনায় ৪০০০ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আর এ নিয়ে দেশটিতে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এই ভাইরাসে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank