মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইলিয়ট পেজ: টাইম ম্যাগাজিনের কাভারে প্রথম রূপান্তরিত পুরুষ

সাতরং ডেস্ক

১৪:১০, ১৭ মার্চ ২০২১

আপডেট: ১৫:৪২, ১৭ মার্চ ২০২১

৯৪৫

ইলিয়ট পেজ: টাইম ম্যাগাজিনের কাভারে প্রথম রূপান্তরিত পুরুষ

ম্যাগজিনটির মার্চ-এপ্রিল ২০২১ সংখ্যার কাভারে ইলিয়ট পেজের ছবি দেয়া হয়। 
ম্যাগজিনটির মার্চ-এপ্রিল ২০২১ সংখ্যার কাভারে ইলিয়ট পেজের ছবি দেয়া হয়। 

প্রথম রূপান্তরিত পুরষ হিসেবে টাইম ম্যাগাজিনের কাভারে জায়গা পেয়েছেন কানাডিয়ান অভিনেতা ও প্রযোজক ইলিয়ট পেজ। ম্যাগজিনটির মার্চ-এপ্রিল ২০২১ সংখ্যার কাভারে তার ছবি দেয়া হয়। 

হলিউডের জনপ্রিয় ছবি ‘ইনসেপশন’ ও ‘এক্স-ম্যান’ সিরিজের জন্য বেশ জনপ্রিয়তা পান ৩৪ বছর বয়সী ইলিয়ট। এছাড়া টেলিভিশনে কাজ করেও হয়েছেন সমাদৃত। 

গত বছরের ডিসেম্বরে তার পুরুষে রূপান্তরিত হওয়ার কথা জানানোর পর প্রথমবার কোন সাক্ষাৎকার দিলেন ইলিয়ট। টাইম ম্যাগাজিনে সেটি ছাপা হয়েছে ‘আই এম হু আই এম’ শিরোনামে। 

টাইম এর প্রতিবেদক ক্যাটি স্টেইনমেটজকে দেয়া সাক্ষাৎকারে ইন্সটাগ্রামে নিজের রূপান্তরের ঘোষণার পরের অনুভূতি নিয়ে আলোচনা করেন তিনি। এসময় ইলিয়ট জানান, আমি একই সাথে অসংখ্য ভালোবাসা ও ঘৃণা পেয়েছি। 

২০০৮ সালে ‘জুনো’ চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন পাওয়া অভিনেতা আরও বলেন, ছোটবেলা থেকেই নিজেকে ছেলে বলে মনে হতো। সে অনুভূতি থেকে ৯ বছর বয়সে নিজের চুল কেটে ছেলেদের মতো রাখা শুরু করেন। 

সাক্ষাৎকারে ইলিয়ট তার সার্জারি, লিঙ্গ বৈষম্য রোধে সংগ্রাম ও হলিউডের চলচ্চিত্র ভাবনা নিয়েও আলোচনা করেন।   
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank