মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১১৮`য় অলিম্পিক মশাল বইবেন কানে তানাকা

সাতরং ডেস্ক

০৯:১৭, ৫ মার্চ ২০২১

আপডেট: ০৯:১৮, ৫ মার্চ ২০২১

৫৫৯

১১৮`য় অলিম্পিক মশাল বইবেন কানে তানাকা

কানে তানাকা, ১১৮
কানে তানাকা, ১১৮

বিশ্বের এখন সবচেয়ে বয়োবৃদ্ধ জীবিত মানুষটি দুই দফা ক্যান্সারকে হারিয়েছেন। জাপানি এই নারীর বয়স এখন ১১৮। তবে সেটিও খবর নয়, ঠিক এই মূহুর্তের বড় খবর হচ্ছে- কানে তানাকা, ১১৮ এবার টোকিও অলিম্পিকে মশাল বহন করবেন। 

দুটি বৈশ্বিক অতিমারির বিভীষিকা নিজ চোখে দেখা এই নারী অলিম্পিকের মশাল কাঁধে ফুকুওকা প্রিফেকচারের শাইম পার করে দেবেন। এই শাইমেই এখন তার বসবাস। 

এই সময়টুকুতে তানাকার হুইল চেয়ারটি ১০০ মিটার পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন তার পরিবারের সদস্যরা। তবে পথের শেষ কয়েকটি পদক্ষেপ তিনি নিজের পায়ে হাঁটবেন। এবং মশাল তুলে দেবেন তার পরের বহনকারীর হাতে। 

এ উপলক্ষে একজোড়া নতুন স্নিকারও গুছিয়ে রেখেছেন তানাকা। এই জানুয়ারিতে পরিবারের সদস্যরা তাকে এই জুতো জোড়া উপহার দিয়েছিলেন। খবর সিএনএন'র।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank