১৩৯ বছরের বাড়িটি যাচ্ছে গাড়ি চেপে নতুন ঠিকানায়
১৩৯ বছরের বাড়িটি যাচ্ছে গাড়ি চেপে নতুন ঠিকানায়
বাড়িটি নেওয়া হলো নতুন ঠিকানায় |
ছবিতে যে বাড়িটি দেখছেন ওটি ১৩৯ বছরের পুরোনো। যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোতে ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে ছিলো এই বাড়িটির ঘর। ঠিকানা: ৮০৭ ফ্র্যাঙ্কলিন স্ট্রিট, স্যান ফ্র্যান্সিসকো। কিন্তু এবার তার ঠিকানা বদল হচ্ছে। একই শহরে ছয়টি ব্লক পরে তার নতুন ঠিকানা হচ্ছে।
বাড়িটি দোতলা। ভিক্টোরিয় আদলে তৈরি বাড়িটি বানানো হয়েছিল ১৮৮২ সালে। অনিন্দ্য সুন্দর বাড়িটি এবার গাড়ি চেপে তার নতুন ঠিকানায় গেলো। বিপুলাকায় এক ডলিজে চেপে ছয় ব্লক পারি দেয় বাড়িটি। নির্মাণের ১২৯ বছর পর।
সবুজ বাড়িটির বৃহৎ সব জানালা আর বাদামি সম্মুখ দরজা সবমসহ সেটি চাপিয়ে দেওয়া হয় গাড়িতে।
তবে কাজটি যে এক দিনে হয়ে গেছে তা নয়। কয়েক বছর ধরেই চলছিলো এর পরিকল্পনা। বাড়ি পাল্টানোর পাক্কা ঠিকাদার ফিল জয়। এই কর্মে তাকে নগরীর অন্তত ১৫টি আলাদা কর্তৃপক্ষ থেকে আলাদা আলাদা বিষয়ে অনুমতি যোগাড় করতে হয়েছে।
ফিল জয়ের কথায়, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের ছিলো বাড়িটি তাদের নামিয়ে নিতে হয়েছে পাহাড়ি ঢাল বেয়ে। যা চাট্টিখানে কথা ছিলো না।
পথে কত পার্কিং মিটার পড়েছে, সেগুলো সড়াতে হয়েছে, গাছের ডাল কাটা পড়েছে। ট্রাফিক সাইন উপড়ে রাখতে হয়েছে।
ছয় শয়নকক্ষের বাড়িটির মালিক স্যান ফ্র্যান্সিসকোর ব্রোকার টিম ব্রাউন। আর এই যে সরিয়ে নেওয়া হলো সে বাবদ তিনি খরচ করলেন ৪ লাখ ডলার।
এ আর এমন কি? সখের বাড়ি বলে কথা। ভিক্টরিয় আদলের একটি বাড়ি কি নতুন করে বানানো যাবে?
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?