হাঙ্গরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী!
হাঙ্গরের মুখ থেকে স্বামীকে বাঁচালেন গর্ভবতী স্ত্রী!
একজন গর্ভবতী নারী সমুদ্রে ঝাপিয়ে পড়ে হাঙ্গরের মুখ থেকে তার স্বামীকে বাঁচিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিজ দ্বীপে ঘটেছে এই ঘটনা।পুলিশ জানায়, ৩০ বছর বয়সী অ্যান্ড্রু চার্লস এডি সোম্বেরো রিফে (সমুদ্রের তীরবর্তী অংশে পানির নিচের শৈলশ্রেণি) ডুব সাঁতারে (স্নরকেলিং) নেমেছিলেন। কিন্তু পানিতে নামার সাথে সাথেই হাঙ্গর তাকে কামড়ে দেয়। রক্ত ভেসে ওঠে পানিতে। একটু পরে দেখা যায় হাঙ্গরের পীঠের কাঁটা।
সামান্য দ্বিধা না করে সমুদ্র তীরে দাঁড়িয়ে তা দেখেন অ্যান্ড্রু’র স্ত্রী মার্গোট ডিউকস-এডি ঝাঁপ দেন সমুদ্রে। আর টেনে তুলে আনেন স্বামীকে।
তাকে তীরে তুলে আনার পর পরিবারের বাকি সদস্যরা ৯১১ নাম্বারে ফোন করেন। কাঁধে গুরুতর জখমের কারণে মিয়ামির একটি ট্রমা সেন্টারে পাঠানো হয় অ্যান্ড্রুকে।
উদ্ধারকারী কর্মকর্তা রায়ান জনসনকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানায়, তারা যখন পৌঁছান মি. অ্যান্ড্রুর তখন গুরুতর অবস্থা।
জর্জিয়া রাজ্যের এই দম্পতি তাদের পরিবারবর্গ ব্যক্তিগত বোট নিয়ে ফ্লোরিডার এই দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
অ্যান্ড্রু যখন পানিতে নামেন তার আগেই সেখানে পরিবারের কয়েকজন স্নরকেলিং করছিলেন। পুলিশ রিপোর্টে লেখা হয়েছ, শুধু তাদের গ্রুপটিই নয় অন্যরাও সেখানে স্নোকার্কেলিং করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছন, তারা ওই দিন ঘটনার আগেও আট থেকে দশ ফুট লম্বা একটি হাঙ্গর, হতে পারে বুল শার্ক, ওই অংশে দেখতে পেয়েছিলেন।
ফ্লোরিডা জাদুঘরের দেওয়া তথ্য মতে, ফ্লোরিডায় বিশ্বে সর্বাধিক হাঙ্গরের আক্রমণ ঘটে। ২০১৯ সালে যার সংখ্যা ছিলো অন্তত ২১টি। তবে বিশ্বব্যাপী হাঙ্গরের আক্রমণ অত্যন্ত বিরল একটি ঘটনা।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?