মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমুদ্রের নিচে বিয়ে করলেন ইঞ্জিনিয়ার জুটি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৫:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২১

৯৪৩

সমুদ্রের নিচে বিয়ে করলেন ইঞ্জিনিয়ার জুটি

বিয়ে স্মরণীয় করে রাখতে বহু মানুষ নানা অভিনব পন্থা অবলম্বন করেন। ফের এর নজির পাওয়া গেল। পানির নিচে গাঁটছড়া বাঁধলেন ভারতের এক তরুণ-তরণী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা।

শৈশব থেকেই সমুদ্রের প্রতি টান চিন্নাদুরাইয়ের। যদিও ঠিক বিপরীত মেরুর শ্বেতা। তবুও জীবনে মনে রাখার মুহূর্তওটাও সেখানে কাটালেন তারা। সোমবার তামিলনাড়ুর কোয়েম্বাতুরে পানির ৬০ ফুট নিচে মালাবদল করেছেন এ জুটি। সেখানেই সাতপাকে বাঁধা পড়েছেন দুজন। শুভদৃষ্টিও বিনিময় করেছেন তারা।

স্বভাবতই অনন্য বিবাহের সাক্ষী হয়েছেন দর্শকরা। পুরোহিতের বেঁধে দেওয়া সময়ে সব রীতি-প্রথা মেনে বিয়ে সেরেছেন চিন্নাদুরাই ও শ্বেতা। নীলকরাই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে শুভক্ষণের জন্য অপেক্ষা করেন তারা। বহুল প্রতীক্ষিত সময় আসতেই পানিতে ঝাঁপিয়ে পড়েন পাত্র-পাত্রী। এসময় তাদের পরনে ছিল বিয়ের পোশাক।

কনে শ্বেতা কোয়েম্বাতুরের বাসিন্দা। তিনি বলেন, আমার হবু স্বামী আমাকে সমুদ্রের পানির নিচে বিয়ের প্রস্তাব দেন। তা শুনে রীতিমতো অদ্ভুত লেগেছিল আমার। ভীষণ ভয়ও পেয়েছিলাম। তবে চিন্নাদুরাই আমাকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়। অবশেষে পানির তলায় বিয়েতে রাজি হই।

বর চিন্নাদুরাই তিরুবান্নমালাইয়ে বসবাস করেন। তিনি বলেন, ছোট থেকেই সাঁতার কাটতে পছন্দ করি আমি। ১২ বছর বয়স থেকে স্কুবা ডাইভিং করছি। যে গুরুর কাছে সাঁতার শিখেছি, তিনিই আমাকে এভাবে বিয়ে করার প্রস্তাব দেন। সেটা আমার পছন্দও হয়। 

এ প্রকৌশলী বলেন, আমরা পানির নিচে ৪৫ মিনিট ছিলাম। সেখানে একে অপরকে মালা পরিয়েছি। সমুদ্রের বিশাল হৃদয়কে সাক্ষী রেখে বিয়ে করেছি।

এর আগেও একদিন চিন্নাদুরাই-শ্বেতার বিয়ের তারিখ ঠিক হয়। তবে সমুদ্র অশান্ত থাকায় নীল জলরাশি রূদ্রমূর্তি ধারণ করায় সেদিন শুভকাজ সারেননি তারা। ফলে ফের দিনক্ষণ নির্ধারণ করা হয়। 

ওই দিন সমুদ্র শান্ত থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নবদম্পতি। তবে নিজেদের বন্ধু-বান্ধব কাউকেই আমন্ত্রণ জানাননি তারা। পরে অনুষ্ঠান করে সবার শুভকামনা নেবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank