মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মাস্কই টিকেট

সাতরং ডেস্ক

১৭:২৫, ৩০ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৩৭, ৩০ জানুয়ারি ২০২১

৬৮৭

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মাস্কই টিকেট

করোনায় সামনে এসেছে অনেক বিচিত্র চিত্র। সিঙ্গাপুর চালু করেছে গন্তব্যহীন বিমান, মালয়েশিয়ায় বিয়ের নেমন্তন্ন পাওয়া ১০ হাজার অতিথি গাড়িতে বসেই জানিয়েছেন শুভেচ্ছা। জার্মানির এক অ্যামেচার ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব মানতে গিয়ে ফল হয়েছে ৩৭-০। করোনাকালে এবার বাংলাদেশে নেয়া হয়েছে এমন ব্যতিক্রমী উদ্যোগ। 

১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে টিকেট হিসেবে ধরা হয়েছে মাস্ক। অর্থাৎ সবার জন্য উন্মুক্ত এই উৎসবে শুধু মাস্ক পরলেই মিলবে প্রবেশাধিকার। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন্স ফিল্ম সোসাইটি থেকেই জানানো হয়েছে এই উদ্যোগের কথা। ভেন্যুগুলোর গেইটেও জানিয়ে দেয়া হয়েছে সে কথা।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে শুরু হয়েছে ১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ উৎসবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে ৩৭ দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank