মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৩০ বছর পর পার্কে পেঁচা, আশ্চর্য দর্শনার্থীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৫৮, ৩০ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:১৭, ৩০ জানুয়ারি ২০২১

৯৬৩

১৩০ বছর পর পার্কে পেঁচা, আশ্চর্য দর্শনার্থীরা

সবশেষ ১৮৯০ সালে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে দেখা মিলেছিল তুষারধবল পেঁচার। এর ১৩০ বছর পর সেখানে এ প্রজাতির পাখিটির বিচরণ দেখা গেলো। বুধবার তা দেখে রীতিমতো আশ্চর্য বনে যান দর্শনার্থীরা। 

সাধারণত, উত্তর মেরু অঞ্চলে দেখা যায় তুষারধবল পেঁচার। তবে শীতকালে দক্ষিণ মেরুতে কখনও কখনও এর সন্ধান মেলে।

পাখি পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা বলছেন, ১৮৯০ সালের পর এই প্রথম এখানে তুষারধবল পেঁচার বিচরণ দেখা গেলো। এটি সুমেরু অঞ্চলের পাখি। তবে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডায় মাঝে মধ্যে খাবারের খোঁজে দক্ষিণ মেরুতে আসে সেগুলো। এসময় দ্বীপাঞ্চলে তাদের দেখা যায়। কিন্তু এ অঞ্চলে খুবই বিরল।

পেঁচাটির আগমন দারুণভাবে উদযাপন করেছে নিউইয়র্ক পাখি সংরক্ষণ গোষ্ঠী। সেটিকে ডিস্টার্ব না করতে ভ্রমণকারীদের অনুরোধ করেছে তারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank