লাগেজ ফি বাঁচাতে ৩০ মিনিটে ৩০ কেজি কমলালেবু সাবাড়
লাগেজ ফি বাঁচাতে ৩০ মিনিটে ৩০ কেজি কমলালেবু সাবাড়
আমাদের ভ্রমণের অন্যতম মাধ্যম বিমান। যদিও এজন্য নির্ধারিত সময়ের আগেভাগে বিমানবন্দরে পৌঁছতে হয়। অধিকন্তু বেশি লাগেজ বহনে কড়াকড়ি আরোপ করা থাকে। আবার ব্যাগেজ একটু বেশি হয়ে গেলে অতিরিক্ত টাকা গুণতে হয়।
সম্প্রতি ঠিক একই সমস্যায় পড়েছিলেন চীনের চারজন পর্যটক। তবে অতিরিক্ত লাগেজ ফি বাঁচাতে তারা যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ। ৩০ মিনিটে ৩০ কেজি কমলালেবু খেয়ে ফেলেছেন তারা।
ব্যবসায়িক উদ্দেশে কানমিংয়ে যাচ্ছিলেন ওই চার ব্যক্তি। পথিমধ্যে ৫০ ইউয়ান দিয়ে ৩০ কেজি কমলালেবুর একটি বক্স কিনেছিলেন তারা। যখন বিমানবন্দরে পৌঁছেন, তখন তাদের জানানো হয়, নিজেদের সঙ্গে এগুলো নিয়ে গেলে বাড়তি ৩০০ ইউয়ান গুণতে হবে।
স্পষ্টত, ফলগুলোর মোট মূল্যের চেয়ে ফি বেশি। ফলে ওই চারজন সিদ্ধান্ত নেন এয়ারপোর্টেই কমলালেবুগুলো খেয়ে ফেলবেন। যেই চিন্তা সেই কাজ, ৩০ কেজিই সাবাড় করে ফেলেন তারা।
ওই চারজনের একজন হলেন ওয়াং। তিনি বলেন, আমরা কেবল সেখানে দাঁড়িয়েছিলাম এবং সব খেয়ে ফেলেছিলাম। এতে সময় লেগেছিল মাত্র ২০-৩০ মিনিট।
তবে তিনি বলেন, অতিরিক্ত সবকিছুই খারাপ। যদিও সবই গলাধ:করণ করে ফেলেন তারা। পরে মুখের আলসারে ভোগেন তারা। ওয়াং বলেন, আমরা আবার কমলালেবু খেতে চাইব না।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?