বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে, দিনভর খুঁড়তে হবে কবর

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

৮২৮

মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে, দিনভর খুঁড়তে হবে কবর

ইন্দোনেশিয়ায় মাস্ক না পরলেই সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে, সেখানে দিনভর করোনায় মৃতদের কবর খুঁড়তে হচ্ছে তাদের।

গোটা বিশ্বে করোনার ত্রাসের রাজত্ব এখনো চলছে। মরণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, মাস্ক পরা বাধ্যতামুলক। কিন্তু এখনও মাস্কের সঙ্গে মানিয়ে নিত পারছেননা অনেকেই। প্রশাসনের হাজার কড়া পদক্ষেপের পরও মাস্ক ছাড়াই বাইরে বেরিয়ে পড়ছেন বহু মানুষ।

মাস্ক না পরার জন্য শাস্তির ব্যবস্থাও করেছে প্রশাসন। লাঠিপেটা, কান ধরে ওঠবস, কোথাও জরিমানা, কোথাও বা হাজতবাস এমনসব শাস্তির ব্যবস্থা।

তবে এক অভিনব শাস্তি দেখা গেল ইন্দোনেশিয়ায়। মাস্ক না পরলে পাঠানো হচ্ছে সোজা কবরস্থানে, সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জন্য কবর খুঁড়তে।

দ্য জাকার্তা পোস্ট-এর একটি প্রতিবেদনে এসেছে, রোজ শয়ে শয়ে মৃতদেহ আসছে কবরখানায়, এদিকে কবর দেওয়ার লোকের অভাব। তাই প্রশাসন মাস্ক না পরার শাস্তি হিসাবে সোজা পাঠিয়ে দিচ্ছে কবরখানায়। সম্প্রতি ৮জন ব্যক্তি মাস্ক না পরায় এই শাস্তি ভোগ করেছেন।

দেশটির একজন রাজনৈতিক নেতা বলেন, '' এই মুহুর্তে মাত্র তিন জন কবর খোঁড়ার লোক রয়েছেন। তাই যারা মাস্ক পরছেন না, তাদের এই কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। আশা করা যায়, মানুষ এবার সতর্ক হবে। ''

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank