চীনের সংশ্লিষ্টতায় ড্রাগন ফলের নাম পরিবর্তন ভারতে!
চীনের সংশ্লিষ্টতায় ড্রাগন ফলের নাম পরিবর্তন ভারতে!
চীনের সংষ্কৃতিতে ড্রাগনের সম্পৃক্ততা তো সবারই জানা। ড্রাগন ফলের সাথে চীনের এমন সংশ্লিষ্টতার কারণেই এর নাম পরিবর্তন করেছে ভারতের গুজরাট রাজ্য ।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ফলটির নাম ড্রাগন হওয়াটা যথাযথ নয়, এছাড়া এর সাথে চীনের সম্পৃক্ততা আছে। ফলটি দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো তাই আমরা এর নাম পরিবর্তন করে সংস্কৃত শব্দ ‘কমল’ দিয়েছি। এখন থেকে রাজ্যে ফলটিকে কমল বলেই ডাকা হবে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম এই গুজরাটে। সেখানের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। পদ্ম বা কমল তার ভারতীয় জনতা দলেরও (বিজেপি) প্রতীক। গত মাসেই্ এক রেডিও অনুষ্ঠানে গুজরাটের কুচ অঞ্চলে ড্রাগন ফল চাষ করা কৃষকদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।
নাম পরিবর্তনের আবেদন করা কুচের সংসদ সদস্য বিনোধ চাভডা রয়াটরকে জানান, কৃষকরা আমার কাছে অনুরোধ করায় আমি ফলের নাম কমল রাখার প্রস্তাব করি। আমি অত্যন্ত আনন্দিত যে নামটি পরিবর্তন করা হয়েছে।
নাম পরিবর্তন করায় খুশি গুজরাটের কৃষকরাও। পাঁচ বছর ধরে ড্রাগন ফল চাষ করা কৃষক ঠাক্কার বলেন, ফলটির ভারতীয় নামকরণ আমাদের মনে খুশি এনে দিয়েছে। আশা করছি ভারতীয় নামের কারণে ফলের গ্রহণযোগ্যতা অনেক বাড়বে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?