মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের সংশ্লিষ্টতায় ড্রাগন ফলের নাম পরিবর্তন ভারতে!

সাতরং ডেস্ক

১৭:১০, ২১ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:২৪, ২১ জানুয়ারি ২০২১

৯৪৫

চীনের সংশ্লিষ্টতায় ড্রাগন ফলের নাম পরিবর্তন ভারতে!

চীনের সংষ্কৃতিতে ড্রাগনের সম্পৃক্ততা তো সবারই জানা। ড্রাগন ফলের সাথে চীনের এমন সংশ্লিষ্টতার কারণেই এর নাম পরিবর্তন করেছে ভারতের গুজরাট রাজ্য । 

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ফলটির নাম ড্রাগন হওয়াটা যথাযথ নয়, এছাড়া এর সাথে চীনের সম্পৃক্ততা আছে। ফলটি দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো তাই আমরা এর নাম পরিবর্তন করে সংস্কৃত শব্দ ‘কমল’ দিয়েছি। এখন থেকে রাজ্যে ফলটিকে কমল বলেই ডাকা হবে।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম এই গুজরাটে। সেখানের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। পদ্ম বা কমল তার ভারতীয় জনতা দলেরও (বিজেপি) প্রতীক। গত মাসেই্ এক রেডিও অনুষ্ঠানে গুজরাটের কুচ অঞ্চলে ড্রাগন ফল চাষ করা কৃষকদের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। 

নাম পরিবর্তনের আবেদন করা কুচের সংসদ সদস্য বিনোধ চাভডা রয়াটরকে জানান, কৃষকরা আমার কাছে অনুরোধ করায় আমি ফলের নাম কমল রাখার প্রস্তাব করি। আমি অত্যন্ত আনন্দিত যে নামটি পরিবর্তন করা হয়েছে। 

নাম পরিবর্তন করায় খুশি গুজরাটের কৃষকরাও। পাঁচ বছর ধরে ড্রাগন ফল চাষ করা কৃষক ঠাক্কার বলেন, ফলটির ভারতীয় নামকরণ আমাদের মনে খুশি এনে দিয়েছে। আশা করছি ভারতীয় নামের কারণে ফলের গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank