মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লটারিতে মেয়র নির্বাচন!

সাতরং ডেস্ক

১৮:৩৬, ১৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২১

৫৭৩

লটারিতে মেয়র নির্বাচন!

টেক্সাসের ডিকিনসন শহরের মেয়র নির্বাচনে দুই প্রার্থী শান স্কিপওয়ার্থ এবং জেনিফার লরেন্স পান সমান সংখ্যক ভোট। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে দুজনই ১০১০ করে ভোট পাওয়ায় আবারও গণনা করা হয়। পরবর্তী গণনাতেও একই ফলাফল আসে। তাই শেষ পর্যন্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে লটারির মাধ্যমে!

টেক্সাসের আইন অনুযায়ীই করা হয়েছে এই লটারি। এ বিষয়ে গ্যালভেস্টন কাউন্টি ডেইলি নিউজ জানায়, লটারির মাধ্যমে মেয়র নির্বাচিত করতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দুই প্রার্থীর নাম লেখা দুটি পিং পং বল রাখা একটি টুপিতে। আর সেখানে উঠে আসে শান স্কিপওয়ার্থের নাম।  

মেয়র নির্বাচিত হয়ে স্কিপওয়ার্থ জানান, করোনার সময়ও বাইরে এসে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আক্ষরিক অর্থে প্রতিটি ভোটই নির্বাচনে প্রভাব ফেলেছে। 

এদিকে লটারিতে হেরেও নির্বাচনী প্রক্রিয়ায় পূর্ণ আস্থা আছে বলে জানান জেনিফার লরেন্স। তিনি বলেন‘ আমি জানি অনেকে আমার জন্য প্রার্থনা করেছেন। লটারিতে হারলেও আমি শানকে সমর্থন করে যাব। আমি মনে করি ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই সবচেয়ে ভালো উপায়। 

টেক্সাসের হিউস্টনের প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ডিকিনসনের বাসিন্দা ২১ হাজারের বেশি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank