এবার হুইলচেয়ারে আকাশচুম্বী অট্টালিকায় চড়লেন সেই পঙ্গু
এবার হুইলচেয়ারে আকাশচুম্বী অট্টালিকায় চড়লেন সেই পঙ্গু
লক্ষ্য ঠিক থাকলে সব স্বপ্নই সফল করা যায়। আরেকবার তা প্রমাণ করলেন হংকংয়ের বাসিন্দা লাই চি ওয়াই। ১০ বছর আগে গাড়ি দুর্ঘটনায় হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন তিনি। কোমর থেকে পা পর্যন্ত অকেজো হয়ে গেছে তার। ফলে হুইলচেয়ারে হয়েছে ঠাঁয়।
এটিই এখন লাই’-এর একমাত্র সম্বল। তাতে করেই চলাফেরা করতে হয় তাকে। কিন্তু মনের অদম্য জেদের কাছে হার মানতে হয়েছে তার শারীরিক অক্ষমতাকে। ২৫০ মিটার দীর্ঘ আকাশচুম্বী অট্টালিকায় চড়ে সেটাই প্রমাণ করলেন এ পঙ্গু।
শনিবার এতে ওঠেন লাই। সেখানে ১০ ঘণ্টা অবস্থান করেন তিনি। উদ্দেশ্য ছিল মেরুদণ্ডের রোগিদের জন্য অর্থ সংগ্রহ করা। তার শ্রম সার্থকও হয়েছে। ৬ লাখ ৭০ হাজার ৬৩৯ ডলারের তহবিল সংগৃহীত হয়েছে।
তিনি বলেন, আমি ভীতসন্ত্রস্ত ছিলাম। পাহাড়ে চড়ে পাথর অথবা ছোট গর্ত আঁকড়ে ধরতে পারি। কিন্তু কাচ ধরে থাকা কী সম্ভব? দড়ির ওপর সম্পূর্ণ ভর করে থাকতে হয়েছে আমাকে। আমি পুরোপুরি ঝুলে ছিলাম।
পাহাড়ের চূড়ায় ওঠা লাই-এর নেশা। এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর হুইলচেয়ারে করেই ৫০০ মিটার উঁচু লিওন রক পর্বতের শিখরে ওঠেন তিনি। জীবনে প্রতিকূলতার সঙ্গে এভাবে লড়াই করার জন্য বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন এই পর্বতারোহী।
নিজের কীর্তির জন্য বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন লাই। হংকংয়ের প্রথম খেলোয়াড় হিসেবে ‘এক্স গেম এক্সট্রিম স্পোর্টস’-এ অংশ নেন তিনি। শিরোপাও জিতে যান ৩৯ বছর বয়সী অকুতোভয় সৈনিক। প্রথম এশিয়ান হিসেবে চারবার ‘লিওন রক’ জেতার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে।
লাই জানিয়েছেন, হুইলচেয়ার নিয়ে পাহাড়ে চড়তে তার বিন্দুমাত্র কষ্ট হয় না। এজন্য বন্ধুরা ও পরিবারের সদস্যরা তাকে সাহস জোগান। তার এই কৃতিত্ব পরবর্তীকালে দেশের অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে বলে আশা করেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?