প্রথমবারের মতো শীতকালে কে২’র চূড়ায় পর্বতারোহী দল
প্রথমবারের মতো শীতকালে কে২’র চূড়ায় পর্বতারোহী দল
শীতকালে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ এর চূড়ায় উঠে রেকর্ড গড়লো নেপালের পর্বতারোহী দল। পাকিস্তানের আলপাইন ক্লাবের সাধারণ সম্পাদক কারার হায়দারি জানিয়েছেন, শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় নেপালের ১০ জন শেরপা চূড়ায় উঠেন।
হায়দারি জানান, ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে কেউ এমন নজির গড়লো।
পাকিস্তানে অবস্থিত ৮ হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উঁচু পর্বতটি এভারেস্টের পর সবচেয়ে বেশি উচ্চতার এবং এভারেস্টের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যা স্যাভেজ মাউন্টেন নামেও জনপ্রিয়। গ্রীষ্মকালে অনেকে এই পর্বতের চূড়ায় উঠলেও শীতকালে এবারই প্রথম।
শীর্ষস্থানীয় ট্রেকিং সংস্থা সেভেন সামিট ট্রেকার্সের টুইটার অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, ‘‘আমরা এটা করতে পেরেছি।
এমন সাফল্যের দিনে অবশ্য খুব বেশি খুশি হতে পারেননি সবাই। কারণ একই দিনে কে২ এর চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন স্প্যানিশ পর্বতারোহী সের্গি মিংগোটের।
তার মৃত্যুতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার টুইটারে লেখেন, সের্গি ছিলেন এক দুর্দান্ত ক্রীড়াবিদ। তিনি ইতিহাস রচনা করে যেতে চেয়েছিলেন কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা তার জীবন কেড়ে নিয়েছে।
পাকিস্তানের আলপাইন ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে যে, বেলা ৪ টার কিছু আগে বেস ক্যাম্প ছেড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। সাধারণ সম্পাদক হায়দারি বলেন, সের্গির মরদেহ উদ্ধারে সহায়তা করছেন তারা। তবে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় রবিবার সকালে এটি করা হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?