মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইন্দোনেশিয়ায় ৪৫,৫০০ বছরের পুরনো গুহাচিত্র আবিষ্কার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:৪৮, ১৪ জানুয়ারি ২০২১

৫৩৩

ইন্দোনেশিয়ায় ৪৫,৫০০ বছরের পুরনো গুহাচিত্র আবিষ্কার

বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। ইন্দোনেশিয়ায় ৪৫,৫০০ বছরের পুরনো একটি পূর্ণ বয়স্ক শূকরের চিত্রের সন্ধান পেয়েছেন তারা। 

বুধবার জার্নাল সায়েন্স অ্যাডভ্যান্সে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। সমসাময়িক সময়ে সেই অঞ্চলে মানববসতি ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক ম্যাক্সিম আওবার্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, ২০১৭ সালে সুলাওয়েসি দ্বীপে এ শিল্পকর্মটি পাওয়া যায়। পিএইচডি শিক্ষার্থী বাসরান বুরহান সেটি উদ্ধার করেন। ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে একদল গবেষকের জরিপের অংশ হিসেবে এ কাজ করেন তিনি।

এর দূরবর্তী উপত্যকায় অবস্থিত লিং টেডংয়েং গুহা। সেটি এখন চুনাপাথর দিয়ে ঘেরা। নিকটবর্তী সড়ক থেকে পায়ে হেঁটে সেখানে যেতে এক ঘণ্টা সময় লাগে। কেবল শুষ্ক মৌসুমে সেই গুহায় প্রবেশ করা যায়। বর্ষকালে তা তলিয়ে যায়। তবে এটি ওই স্থানের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank