মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের দ্রুততম ৫ ট্রেনের কাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৪২, ১৪ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:১০, ১৪ জানুয়ারি ২০২১

৯৩৮

বিশ্বের দ্রুততম ৫ ট্রেনের কাহিনী

ট্রেনের সর্বোচ্চ গতি কত? ২০১৫ সালে ঘণ্টায় রেকর্ড ৩৭৫ মাইল গতি তোলার কৃতিত্ব দেখায় জাপানের ম্যাগলেভ ট্রেন এলও সিরিজ। তবে বাস্তবে ৫টি সুপার-ফাস্ট ট্রেন আছে, যেগুলোর গতি প্রতি ঘণ্টায় ২০০ মাইলের বেশি। বিশ্বের দ্রুততম সেসব ট্রেন নিয়েই আমাদের আয়োজন-

১. সাংহাই ম্যাগলেভ, চীন
এ তালিকায় সবার ওপরে আছে এটি। এর গতি ঘণ্টায় ২৬৭ মাইল। যদিও একে বাস্তবিক অর্থে ট্রেন বলতে নারাজ অনেকে। গেল তিন দশক ধরে গতিতে রাজত্ব করছে সাংহাই ম্যাগলেভ। এসময়ে বিশ্বের কোনো ট্রেনই সেটিকে টপকাতে পারেনি। 

চীনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সাংহাই। শহরটির পুডং বিমানবন্দর এবং লংইয়াং সড়ক স্টেশনকে সংযুক্ত করেছে ম্যাগলেভ। এর মাধ্যমে ১৯ মাইলের রাস্তা মাত্র ৮ মিনিটেই অতিক্রম করা যায়। প্রতি ১৫ মিনিট পরপর ট্রেনটি ছেড়ে যায়। এর কোনো চাকা নেই, চলে চুম্বকীয় আকর্ষণে।

২.ফুক্সিং হাও সিআর ৪০০ এএফ/বিএফ, চীন


এটি বিশ্বের দ্বিতীয় দ্রুততম গতির ট্রেন। এর গতি ঘণ্টায় ২৪৯ মাইল। ৫৫০ জন যাত্রী বহনে সক্ষম সেটি। সাংহাই থেকে বেইজিংয়ে চলাচল করে ইলেক্ট্রোম্যাগনেটিক ট্রেনটি। 

ফুক্সিং হাও’র মানে হচ্ছে পুনরুজ্জীবন। ২০১৬ সালে যাত্রা করে এটি। এর দুটি মডেল রয়েছে-একটি এএফ, অপরটি বিএফ। স্থানীয় নাম যথাক্রমে ‘ডলফিন ব্লু’ এবং ‘গোল্ডেন ফোনিক্স’।

৩. হারমোনি সিআর এইচ ৩৮০ এ,চীন


গেল ৪০ বছরে অর্থনৈতিকভাবে ব্যাপক অগ্রসর হয়েছে চীন। সেই সঙ্গে প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে তারা। এক্ষেত্রে শতাব্দী ধরে জাপানের সঙ্গে প্রতিযোগিতা চলে আসছিল দেশটির। গেল দশকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন চীনারা। বিশ্বের তৃতীয় দ্রুততম গতির ট্রেনটিও তাদেরই। বেইজিং অলিম্পেকের সময় যাত্রা করে এটি।

বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন হারমোনি সিআরএইচ৩৮০ এ। বিভিন্ন কনফিগারেশনে চলাচল করে এটি। আট থেকে ১৬টি কমপার্টমেন্ট থাকে। ছয় আসন বিশিষ্ট নির্বাহী বগিও রয়েছে। প্রত্যেকটিতে বার আছে। পাশাপাশি চলন্ত ট্রেন থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য চালকের পেছনে লাউঞ্জও রয়েছে।

বিমানের মতো ট্রেনটির আসনগুলোতে এলইডি স্ক্রিন, পাওয়ার আউটলেট এবং রিডিং ল্যাম্পস সন্নিবেশিত। এটি বেইজিং হয়ে সাংহাই, গুয়াংঝু ও শেনঝেনে চলাচল করে। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সেটি।

৪.শিনকানসেন ই৫, এইচ৫ সিরিজ, জাপান


বিশ্বের প্রথম বুলেট ট্রেন এটি। আধুনিক উচ্চগতি সম্পন্ন রেলওয়ে নেটওয়ার্কের জন্মভূমি জাপান। এর কেন্দ্র টোকিও এবং তা সাপ্রো পর্যন্ত বিস্তৃত। বর্তমানে নয়টি রুটে সেটি চলাচল করে। ২০২৩ সালের মধ্যে আরও চার রুটে যাওয়া-আসা শুরু করবে।

বুলেট ট্রেনটির কয়েকটি মডেল রয়েছে। এর মধ্যে সর্বাধুনিক এইচ৫। ২০১৬ সালে সেবাদান শুরু করে এটি। এর গতি ঘণ্টায় ২২৪ মাইল। এতে যাতায়াতে খরচ খুবই কম হয়। এ দিয়ে সাশ্রয়ী রেল যোগাযোগে নতুন যুগে প্রবেশ করে দ্বীপরাষ্ট্র জাপান।

৫. এজিভি ইতালো, ইতালি
এটি বিশ্বের পঞ্চম দ্রুততম গতির ট্রেন। তবে ইউরোপে প্রথম। এর গতিবেগ ঘণ্টায় ২২৩ মাইল। সংক্ষিপ্ত নাম ‘ফেরারি অব দ্য ট্র্যাকস’। সেটি পরিচালনা করে নওভো ত্রাসপোর্তো ভিয়াগ্গিয়াতরি কোম্পানি। 

লাল বরই রঙের এ ট্রেনে নয় ফুট প্রশস্ত কমপার্টমেন্ট রয়েছে। যা জনসাধারণের মালামাল বহনে সুবিধা দিয়েছে। এর আসনগুলো দারুণ আরামদায়ক। নাপোলি-মিলান রুটে প্রথম যাত্রা করে এটি। পরে তুরিন ও ভেনিসে সার্ভিস দেয়া শুরু করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank