মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রেনের সিট কাভার ফ্যাশন বানিয়ে বিক্রি!

সাতরং ডেস্ক

১৭:৪৯, ১১ জানুয়ারি ২০২১

আপডেট: ২২:০৬, ১১ জানুয়ারি ২০২১

৫৫১

ট্রেনের সিট কাভার ফ্যাশন বানিয়ে বিক্রি!

ট্রেনে সামাজিক দূরত্ব বজায়ে উৎসাহিত করতে সিটের মধ্যে লাগিয়ে দেয়া হয়েছিল কাভার। কিন্তু সে কাভারকে টপ বানান এক ব্রিটিশ শিক্ষার্থী। এখানেই শেষ নয়, এই ‘টপ’ ১৫ পাউন্ডে বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপনও দেন তরুণী!

মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে তাই ট্রেনের প্রতিটি সিটে সেরকম চিহ্নযুক্ত কাভার লাগায় ব্রিটিশ প্রতিষ্ঠান চিলট্রন রেলওয়েজ। যেখানে লেখা ছিল, সম্ভব হলে সামাজিক দূরত্ব বজায় রাখতে সিটটি ফাঁকা রাখুন। 

কিন্তু সে সিট কাভারই নিজের টপ হিসেবে পরতে শুরু করেন ফ্যাশন ডিজাইনিং শিক্ষার্থী থারস্টন টাইলার। নিজের ছবি তুলে আবার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ‘ডিপপ’ এ বিজ্ঞাপনও দেন তিনি। দাম ধরা হয় ১৫ পাউন্ড। বিক্রির পোস্টে লিখেন আমার কাছে অল্প কয়েক পিস আছে, সেগুলো সাইজ অনুযায়ী দেয়া যাবে। তারপর একজনের কাছে বিক্রিও করেন টাইলার। 

কিন্তু ডিপপড্রামা নামক টুইটার অ্যাকিউন্টে সিট আর টাইলারের টপ পরা ছবি পাশপাশি দিয়ে শেয়ার করার পরই হাসির রোল পড়ে নেটিজেনদের মাঝে। সে টুইটে লাইক পড়েছে ৩ লাখ ৭৪ হাজার আর রিটুইট হয়েছে ৩৭ হাজার বার। 

তারপরই টাইলারের টপ বিক্রির বিজ্ঞাপন বন্ধ করে দেয় ডিপপ। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়টি আমাদের নীতিমালা ভঙ্গ করেছে। 

তবে ‘টপ’ বিক্রেতা থারস্টন টাইলার অবশ্য দাবি করছেন তিনি এগুলো চুরি করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজের কাছে তিনি জানান, এগুলো লন্ডনের মেরিলেবোন রেল স্টেশনের বাইরে পড়ে থাকতে দেখেছেন। 
তিনি জানান, আমি অর্থনৈতিক সমস্যায় ভুগছিলাম। তাই কিছু টাকা আয় করতে ডিপপে বিজ্ঞাপন দেই। ভেবেছিলাম এটা একটা মজাদার ফ্যাশন হবে। 

টাইলার আরও জানান, আমি চুরি করিনি আর চুরির অভিযোগ বয়ে বেড়াতে চাইনা। তাই যার কাছে এক পিস বিক্রি করেছি সেটা নিয়ে এসেছি। তার ১৫ পাউন্ডও ফিরিয়ে দিয়েছি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank