বিটকয়েনে আগ্রহী বিশ্বের এক নম্বর ধনী
বিটকয়েনে আগ্রহী বিশ্বের এক নম্বর ধনী
সম্প্রতি জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর ধনী হয়েছেন স্পেস-এক্স ও টেসলার স্বত্তাধিকারী এলোন মাস্ক। অন্য মাধ্যমের সাথে তুলনায় ডিজিটাল কারেন্সি বিটকয়েনে লেনদেন করতে অধিক আগ্রহ প্রকাশ করেছেন এ ধনকুবের।
লেখক ও চলচ্চিত্র পরিচালক বেন মেজরিচ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দেন। পোস্টটিতে তিনি জানান, বিটকয়েনে কেউ তাকে পরিশোধ করতে চাইলে তিনি কখনও ফিরিয়ে দেবেন না। এলোন মাস্ক বেনের এ টুইটের উত্তরে জানান, তিনিও ফিরিয়ে দেবেন না।
মোটর কোম্পানি টেসলার-এর স্বত্তাধিকারী বিটকয়েনের একজন ভক্তই বলা যায়। এর আগেও তাকে এ ক্রিপটোকারেন্সি নিয়ে পোস্ট দিতে দেখা গেছে।
২০২০ সালের ডিসেম্বরে এলোন মাস্ক টেসলার ব্যালেন্স শিটে কারেন্সি হিসেবে বিটকয়েন যোগ করেন। স্পেস এক্সের এই স্বত্তাধিকারী জানান, ভবিষ্যতে মঙ্গল গ্রহবিষয়ক অর্থনীতি বিটকয়েনের উপরেই গড়ে উঠবে।
২০০৯ সালে বিটকয়েন মুক্ত সোর্স সফটয়্যার হিসেবে অবমুক্ত হয়। এরপর বিভিন্ন অর্থনৈতিক লেনদেনে এর ব্যবহার শুরু হয়। একটি মুক্ত মাধ্যম বলে বিশ্বের বিভিন্ন অবৈধ ব্যবসা ও কালোবাজারির একটি বিরাট অংশের অর্থনৈতিক লেনদেনও বিটকয়েনের মাধ্যমে করা হয়ে থাকে।
বিটকয়েনের ব্যাপক প্রসার ঘটতে থাকে ২০১৭ সাল থেকে। তবে এ লেনদেনের বাজারে সবচেয়ে বড় বিস্ফোরন ঘটে ২০২০ সালের ডিসেম্বরে। বর্তমানে এ কারেন্সি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল লেনদেনের মাধ্যম যার মোট বাজারমূল্য ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। মূল্যমান ওঠানামা করলেও বর্তমান সময়গুলোতে ১ বিটকয়েনের মূল্য প্রায় ৩৫০০০-৪০০০০ মার্কিন ডলারের মধ্যে থাকছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?