বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রুশ ফেস্টিভ্যালে স্থাপত্যে সেরা মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক

২২:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২০

১০৫১

রুশ ফেস্টিভ্যালে স্থাপত্যে সেরা মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ

রাশিয়ান শিল্প ও ডিজাইনের আন্তর্জাতিক ফেস্টিভালে ইউরোশিয়ান প্রিমিয়াম ২০২০ পুরষ্কারের স্থাপত্য বিভাগে প্রথম হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার নগরবিদ ও ডিজাইনারদের প্রতিষ্ঠান ইউরোশিয়া প্রাইজ এই ইউরোশিয়ান প্রিমিয়াম ২০২০ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের ওয়েবপেইজেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বাংলার ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যকলা ফুটে উঠেছে রাজধানীর আজিমপুর পুরোনো কবরস্থান সংলগ্ন অংশে নির্মিত এই মসজিদটিতে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের নামে এই মসজিদ নির্মাণের উদ্যোগটিও ছিল তারই ছেলে ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের।

কিছু তথ্য:
- ২৩ কাঠা জমির ওপর মসজিদটি নির্মিত
- এর আয়তন ৩০ হাজার ২২ বর্গফুট।
- ২০১৬ সালের ২৮ আগস্ট নির্মাণ কাজ শুরু
- ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নামাজের জন্য উদ্বোধন
- ডিএসসিসি প্রকল্পের দু’টি প্যাকেজে এর অর্থায়ন
- মসজিদটি দু’তলা বিশিষ্ট
- নির্মাণ ব্যয় ১৪ কোটি ১৯ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank