মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কবরে আরবি হরফ! দেখতে উৎসুক জনতার ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম

১১:২৯, ৮ জানুয়ারি ২০২১

১৫৩০

কবরে আরবি হরফ! দেখতে উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এক ব্যাক্তির দাফনের উদ্দেশ্যে সদ্য খনন করা কবরের দেওয়ালের গায়ে মাটিতে আরবি হরফের মতো ছাপ দেখতে পাওয়ার খবরে ওই কবর দেখতে উৎসুক জনতার ঢল নামে।

মানুষের ভিড় সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ওই কবরের পাশে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় থানা পুলিশ। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান এবং ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বুধবার (৬ জানুয়ারী) রাতে পানিমাছকুটি গ্রামের মৃত জব্বার মুন্সির ছেলে ইসরাঈল হোসেন ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দাফনের উদ্দেশ্যে পানিমাছকুটি গ্রামের বাড়িতে কবর খনন করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কবর খননের সময় স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী প্রথম কবরের গায়ে মাটিতে আরবি হরফের ছাপ দেখতে পেয়ে কবর খননকারী আব্দুল বারী ও আমির আলীকে জানায়। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে। পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে শৃঙ্খলা রক্ষায় ওই কবরে পাশে পুলিশ মোতায়েন করে।

মৃত ইসরাঈল হোসেনের ভাতিজা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার চাচা ঢাকায় হঠাৎ হার্ট এ্যাটাক করে মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর তাকে দাফন করার উদ্দেশ্যে বাড়ির পাশে কবর খনন করা হচ্ছিল। কিন্তু সকালে কবর খননের সময় হঠাৎ করে কবরের গায়ের মাটিতে আরবি হরফ দেখা যায়। খননকারীরা কবরের মাটি যত ছেঁচতে থাকেন ততই লেখা স্পষ্ট হতে থাকে। ছেঁচতে ছেঁচতে কবরের আকার বড় হতে থাকলেও আরবি হরফের চিহ্ন মুছে যাচ্ছিল না বরং আরো স্পষ্ট হচ্ছিল। পরে খবর পেয়ে স্থানীয় আলেমরা এসে নিশ্চিত করেন যে ছাপগুলো আরবি হরফের।’

স্থানীয় আলেমদের বরাত দিয়ে আবু বকর জানান, আলেমরা বলেছেন যে কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিছমিল্লাহ, ইয়া ও শিন লেখার হরফের ছাপ এবং অপর পাশে মিম, হা এবং মিম হরফের ছাপ রয়েছে।

ওই কবর দেখতে যাওয়া উপজেলার নন্দিরকুটি চৌপথি জামে মসজিদের খতিব ও স্থানীয় বিদ্যাবাগিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘কবরের পশ্চিম পাশের গায়ে মাটিতে উপরের অংশে বিসমিল্লাহ লেখার ছাপ এবং নিচে স্পষ্টভাবে ইয়া এবং শিন হরফের ছাপ রয়েছে। আর কবরের পূর্ব পাশের গায়ে মাটিতে মিম, হা ও মিম হরফের ছাপ রয়েছে। এই তিন (মিম, হা ও মিম) হরফ দিয়ে মোহাম্মদ লেখা বোঝায়।’

কবরের গায়ের মাটিতে এরকম লেখা পাওয়া অনেকটা স্বাভাবিক জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘মহান আল্লাহ তার সৃষ্ট মানব জাতিকে মাঝে মাঝেই তার নিদর্শন দেখান। কবরের গায়ের মাটিতে আরবি হরফের চিহ্ন তারই প্রমাণ। মানুষ যেন এগুলো দেখে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে তার ইবাদত করে এজন্যই আল্লাহ বিভিন্ন উপায়ে মানুষকে কিছু নিদর্শন দেখান।’

এ বিষয়ে ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তৌহিদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে কবরে আরবি হরফের ছাপ ভেসে ওঠার খবর পেয়েছি। তবে সেগুলো আরবি হরফ কিনা তা আলেমরা ভালো বলতে পারবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank