এবার আকাশচুম্বী দামে বিকোচ্ছে গান্ধীর বাটি-চামচ
এবার আকাশচুম্বী দামে বিকোচ্ছে গান্ধীর বাটি-চামচ
অর্থের প্রতি যার বিন্দুমাত্র লোভ ছিল না, সেই তারই ব্যবহৃত জিনিসপত্র বিক্রি হচ্ছে আকাশচুম্বী দামে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর একটি বাটি, দুটি চামচ এবং একটি কাঁটাচামচ ৮০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে।
এরই মধ্যে সেসবের নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশন হাউস’ এর দায়িত্বে রয়েছে। ১৯৪২-১৯৪৪ সাল পর্যন্ত আগা খান মহলে গান্ধীজিকে বন্দি রাখেন ব্রিটিশ শাসকরা। ওই সময় লোহার তৈরি সেই বাটি এবং কাঠের তৈরি চামচগুলো ব্যবহার করতেন তিনি।
নিলামে সেসব তৈজসপত্রের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার পাউন্ড। এ থেকে বেচাকেনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এগুলোর দাম ৮০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এ নিলাম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ওই দুই বছর সহযোদ্ধাদের সঙ্গে গৃহবন্দি ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা গান্ধী। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিন কাছের মানুষ সুমতি মোরারজির বাড়িতে থাকেন তিনি। ওই সময় তাকে বাটি, চামচগুলো দেন ভারতের স্বাধীনতার অগ্রনায়ক।
পরে জিনিসগুলো এক সংগ্রহকারীর কাছে বিক্রি করেন সুমতি। সেই ব্যক্তির মাধ্যমে সেগুলো নিলামে উঠেছে।
মূলত ‘ইস্ট ব্রিস্টল অকশন হাউস’ অনলাইন নিলাম সংস্থা। এর ঊধ্র্বতন কর্মকর্তা অ্যান্ড্রু স্টো বলেন, এগুলো হলো এক টুকরা ইতিহাস। আপাতদৃষ্টিতে বাটি, চামচগুলো অতি সাধারণ। কিন্তু একসময় প্রতিদিন সেগুলো ব্যবহার করতেন গান্ধী। যিনি আধুনিক ইতিহাসের অন্যতম প্রবাদপুরুষ। ভারতীর ইতিহাসের অংশ এ তৈজসপত্রগুলো।
এর আগে গত বছর আকাশছোঁয়া দরে বিক্রি হয় ব্রিটিশ বিরোধী ও অহিংস আন্দোলনের জনক গান্ধীর ব্যবহার্য একজোড়া সোনালী চশমা। ধার্য মূল্যের চেয়ে তা প্রায় ২৬ গুণ বেশি দামে বিক্রি হয়। সেই নিলামের সঙ্গেও যুক্ত ছিল ইস্ট ব্রিস্টল অকশন হাউস।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?