রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খিদে পেলে ছুরি, নেইল কাটার, চাবির রিং খান তিনি!

সাতরং ডেস্ক

২০:২০, ৩ সেপ্টেম্বর ২০২৪

৩৫৯

খিদে পেলে ছুরি, নেইল কাটার, চাবির রিং খান তিনি!

খিদে পেলে খান ছুরি, নেইল কাটার, চাবির রিং! শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্যি। সম্প্রতি ভারতের বিহারের এক যুবকের পাকস্থলী থেকে বের করা হয় ছোট ছুরি, নেইল কাটার আর চাবির রিং। অস্ত্রোপচারের আগে এক্স–রে রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের।

ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারির বাসিন্দা ২২ বছরের ওই যুবক। কিছুদিন আগে তাঁর তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। পেটের অসুখ আর ব্যথার ওষুধ খেয়ে কাজে হচ্ছিল না। এই অবস্থায় পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 

পরীক্ষা করে চমকে যান চিকিৎসকরা। এক্স–রে করার পর তাঁরা বুঝতে পারেন পাকস্থলীতে ধাতব কিছু রয়েছে। দ্রুত অস্ত্রোপচার করা হয়। এরপর পেট থেকে বের হয় একটি ছোট ছুরি, নেইল কাটার ও চাবির রিং। 

এখন প্রশ্ন হলো, এই সব জিনিস পেটে ঢুকল কীভাবে? জানা গেছে, এক ধরনের মানসিক অসুস্থতার শিকার ওই যুবক। তিনি কিছুদিন ধরে ধাতব বস্তু গিলে খেতে শুরু করেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের চিকিৎসা চলছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। যুবককে মানসিক চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank