মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫৬০০ ডলার বখশিশ পেয়ে হতবাক রেস্টুরেন্ট কর্মী

সাতরং ডেস্ক

১১:৪৫, ২১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:০৯, ২১ ডিসেম্বর ২০২০

৫৫৫

৫৬০০ ডলার বখশিশ পেয়ে হতবাক রেস্টুরেন্ট কর্মী

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে থাকে নানা আয়োজন। সান্তা ক্লজ সেজে উপহার দিয়ে বেড়ান অনেকেই। তবে করোনাকালে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক রেস্টুরেন্ট কর্মীরা যে উপহার পেলেন তাতে বিস্মিত হয়েছেন অনেকেই। 

সম্প্রতি রাজ্যের টোলেডো শহরের সৌক মেডাটেরানিয়ান কিচেন নামের এক রেস্টুরেন্টে খেতে যান এক ক্রেতা। ৪১ নাম্বার টেবিলে বসে সামন্য কিছু খেয়েই চলে যান সেই ক্রেতা। পরে বিল চেক করে দেখা যায় ক্রেতা বখশিশ হিসেবে দিয়েছেন ৫৬০০ ডলার বা ৪ লাখ ৭৫ হাজার টাকা!

পরবর্তীতে ক্রেতার সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ জানান এবং এটাকে সবার জন্য বড়দিনের উপহার বলে উল্লেখ করেন। যারা সেদিন রেস্টুরেন্টে উপস্থিত ছিলনা তাদের মাঝেও এই অর্থ ভাগ করে দিতে বলেন। পরবর্তীতে তা ২৮ কর্মীর মাঝে ভাগ করে দিলে সবাই ২০০ ডলার নিয়ে বাড়ি ফেরে। 

এ প্রসঙ্গে রেস্টুরেন্টের মালিক মৌসা সালৌখ সিএনএনকে জানান, এই বিল দেখে আমি কান্না করে দেই। করোনায় অনেক রেস্টুরেন্ট এর মতো আমারও ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়। কর্মীদের সহায়তায় আবারও শুরু করি। আমরা সবাই একটা পরিবারের মতো। এই টাকায় সবাই এখন ঠিকমতো বড়দিন উদযাপন করতে পারবে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank