মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংবাদ থেকে সামাজিক মাধ্যম, ট্রলে বিদ্ধ ভারতীয় দল

সাতরং ডেস্ক

১৬:১৯, ১৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:২৮, ১৯ ডিসেম্বর ২০২০

১০১৮

সংবাদ থেকে সামাজিক মাধ্যম, ট্রলে বিদ্ধ ভারতীয় দল

দু’দলের প্রথম ইনিংস শেষে ৫৩ রানে এগিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলারদের তোপের মুখে মাত্র ৩৬ রানেই থামে ভারতের ইনিংস। দেশটির ক্রিকেট ইতিহাসে যা সর্বনিম্ন। তারচেয়ে হতাশার বিষয় ছিল কোন ব্যাটসম্যানই করতে পারেননি দুই অংকের রান। সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। 

ঘটনার পর থেকেই সামজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রল। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এটাকে বলছে ‘উইন্টার অব থার্টি সিক্স’। ১৯৭৪ সালে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত, যা জনপ্রিয় ছিল ‘সামার অব ফর্টি টু’ নামে। তাই বর্তমানের ঘটনায় এমন নামকরণ। 

বাংলাদেশের ইমাম হাসান ‘পাবলিকিয়ান’ গ্রুপে ভারতীয় ইনিংসের স্কোরকার্ড পোস্ট দিয়ে লেখেন “স্যার দশ নাম্বারের টেস্ট নিছিল, সবার প্রাপ্ত নাম্বারের তালিকা”।

আহমেদ আকিব নামের একজন লিখেছেন , ভারতের রানের চেয়ে আমাদের পদ্মাসেতুর স্প্যানের সংখ্যা বেশি। 

তবে ভারতের ইনিংস নিয়ে সবচেয়ে মজার কথা লিখেছেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার শোয়েব আখতার। নিজের টুইটারে তিনি লিখেন, আমি ঘুম থেকে উঠে স্কোর দেখলাম ৩৬৯, যা আমি বিশ্বাস করতে পারিনি। তারপর মুখ ধুয়ে আসতেই বুঝতে পারলাম স্কোর আসলে ৩৬-৯। এটা দেখেও আমার বিশ্বাস হয়নি। তাই আবারও ঘুমাতে গেলাম। 

শুধু বাংলাদেশ কিংবা পাকিস্তানে নয়, ভারতেও বিভিন্ন ট্রলে বিদ্ধ হচ্ছেন বিরাট কোহলিরা। হার্শ নামের একজন নিজের টুইটারে ছবি দিয়েছেন বিখ্যাত চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’ এর। যেখানে সার্কিট মুন্না ভাইকে বলছে ‘ ভাই, ইয়েতো শুরু হোতে হি খাতাম হো গায়া’। অর্থাৎ ভাই এটাতো শুরু না হতেই শেষ হয়ে গেলো!

অনেকে আমির খানের গজনি চলচ্চিত্রের একটি ছবি শেয়ার দিয়েছেন, যেখানে মাথায় হাত দিয়ে আমির খান ভাবছেন কি হয়েছিল!

অভিজিৎ নামের একজন আবার রাহুল গান্ধির একটি ছবি দিয়ে সেখানে লিখেছেন, ‘কামিন্স আর হ্যাজেলউডকে ভারতের ব্যাটসম্যানরা বলছে ‘খাতাম বাই বাই টাটা গুডবাই’। 

এমন আরও অসংখ্য ট্রলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাব। বাদ যায়নি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank