মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কৃষক আন্দোলনে বসেছে ফ্রি ট্যাটু বুথ

সাতরং ডেস্ক

১৫:৪১, ১৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৫:৫৫, ১৯ ডিসেম্বর ২০২০

৫৩১

কৃষক আন্দোলনে বসেছে ফ্রি ট্যাটু বুথ

দিল্লির সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলনে সমর্থন দেয়া মানুষদের জন্য ফ্রি ট্যাটু বুথ বসিয়েছে চেতান সুদ নামের এক যুবক ও তার বন্ধুরা। ট্যাটু বুথটির সামনে এখন লম্বা লাইন পড়েছে। 

২৯ বছর বয়সি চেতান সুদ লুধিয়ানায় একটি ট্যাটু স্টুডিও চালান৷ শুক্রবার (১৮ ডিসেম্বর) নিজে এবং আরও চার ট্যাটু শিল্পী নিয়ে সিঙ্গুতে চলমান আন্দোলনে আসেন। তিন ঘন্টাতে তারা ১৮ জনকে ইতোমধ্যে ট্যাটু করে দিয়েছেন। 

এ প্রসঙ্গে সুদ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, আমার বাবা-মা কৃষক নন কিন্তু আমরা তো কোনভাবেই তাদের থেকে বিচ্ছিন্ন নই। তাদের কারণেই আমাদের পাতে খাবার আসে। আমি এখানে ফ্রি ট্যাটু করে দিতে চাই যাতে আরও মানুষ আন্দোলনে যোগ দেয় এবং তাদের সমর্থন জানায়। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সুদ ও তার বন্ধুরা ট্যাটু তৈরির সব সরঞ্জাম নিয়ে আসেন এবং নিকটবর্তী দোকানের জেনারেটর থেকে পাওয়ার নিয়ে ট্যাটু আঁকা হচ্ছে। আগামী তিন থেকে চারদিন তারা এখানে থাকবেন বলে জানিয়েছেন। তার ট্যাটগুলোতে পাঞ্জাবের বিভিন্ন সংস্কৃতি এবং কৃষকদের বিষয়ে কিছু স্লোগান আঁকছেন বলে জানিয়েছেন সুদ। 

আরেক ট্যাটু শিল্পী কারান (২০) জানান, কৃষকরা প্রধানত বিভিন্ন শস্য, ট্রাক্টর ও ষাঁড়ের ছবি আঁকতে চাইছে। এছাড়া অনেকে 'নিশ্চেয় কার আপনি জিত কো', 'ওয়াহে গুরু' এবং 'কার হার মায়দানে ফাতেহ' নামে স্লোগান লিখিয়ে নিচ্ছে। 

লুধিয়ানায় তাদের স্টুডিওতে ট্যাটু করতে সাধারণ তিন থেকে চার হাজার টাকা লাগে। কিন্তু এখানে সবাইকে ফ্রি ট্যাটু করানো হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank