বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাসা ভাড়া বাঁচাতে উড়োজাহাজে বিশ্ববিদ্যালয়ে যান তিনি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

৩৮৯

বাসা ভাড়া বাঁচাতে উড়োজাহাজে বিশ্ববিদ্যালয়ে যান তিনি

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব অনেক। আবার বিশ্ববিদ্যালয় যেখানে সেখানে বাসা ভাড়াও বেশি। এমন পরিস্থিতিতে উড়োজাহাজে চড়ে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দু দিন ক্লাস করতে যান এক শিক্ষার্থী। এমনই কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষার্থী টিম চেন ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টিম চেন নামের ওই শিক্ষার্থী ক্যালগেরির বাসিন্দা। আর তাঁর বিশ্ববিদ্যালয় ভ্যানকুভারে। সেখানে এক কক্ষের বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে উড়োজাহাজে করে আসা–যাওয়ায় তাঁর খরচ কম হয়।  

নিজের এ অভিজ্ঞতা রেডিটে শেয়ার করেছেন টিম। তিনি জানান, উড়োজাহাজে প্রতিবার আসা–যাওয়ার ভাড়া পড়ে ১৫০ মার্কিন ডলার। মাসে ১ হাজার ২০০ ডলারের ( বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪২ হাজার টাকা) মতো। কিন্তু ভ্যানকুভারে এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ২ হাজার ১০০ ডলার (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা)।

রেডিটে টিম লিখেছেন, ‘ আমি ক্যালগেরিতে থাকি। মঙ্গল ও বৃহস্পতিবার আমার ক্লাস থাকে, তাই বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে ভ্যানকুভারে উড়ে যাই এবং রাতে ক্যালগেরিতে ফিরে আসি। আমি এয়ার কানাডায় ফ্লাইটে যাতায়াত করি।’

‘জানুয়ারিতে আমি এ রকম সাতবার আসা–যাওয়া করেছি। দেখলাম, এতে আমার ডলার অনেক বেঁচে যায়। কারণ আমাকে ক্যালগেরিতে পরিবারের সঙ্গে থাকায় ভাড়া দিতে হবে না। ভ্যানকুভারে এক শয্যাবিশিষ্ট কক্ষের দুই হাজার ডলার ভাড়ার চেয়ে এটি সস্তা।’

গত বৃহস্পতিবার ইউবিসির স্টুডেন্ট হাউজিং ও কমিউনিটি সার্ভিসেসের সহযোগী ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার জানান, তিনি শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি অনুভব করেন। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি হাইভকে অ্যান্ড্রু বলেন, ‘আমরা স্বীকার করছি যে ভ্যানকুভার এবং কেলৌনায় সাশ্রয়ী মূল্যে বাসা ভাড়া পাওয়া কিছু কিছু ছাত্রের জন্য বেশ চ্যালেঞ্জের।’

রেডিট ব্যবহারকারী অনেকেই টিমের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন, এমন ভ্রমণের জন্য অস্থির সময় কাটাতে হয়, সঙ্গে অনেক সময়ও লেগে যায়।

একজন লিখেছেন, ‘আধুনিক সমস্যার আধুনিক সমাধান।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank