নগদ পৌনে দুই কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রূপা
করোনাকালেও কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানে রেকর্ড
নগদ পৌনে দুই কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ-রূপা
করোনাকালেও কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানে রেকর্ড
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে থেকে এবার এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গেছে। যা দানবাক্সগুলো থেকে পাওয়া দানের হিসাবে দানে রেকর্ড। শনিবার সকাল ১০টায় দানবাক্স খোলার পর গণনা শেষে সন্ধ্যায় এই হিসাব পাওয়া গেছে।
বিপুল পরিমাণ দানের এই নগদ অর্থ ছাড়াও রয়েছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার। করোনার কারণে এবার বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অনেক কম পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০১৯ সালের ২৬ অক্টোবর দানবাক্সগুলো থেকে রেকর্ড এক কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া গিয়েছিল।
সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হলেও এবার করোনার কারণে ৬ মাস ৭ দিন পর এসব দান বক্সগুলো খোলা হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তরিখ দান বক্সগুলো খোলা হয়েছিল। তখন এক কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা পাওয়া যায়।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দান বক্স খোলা হয়। দান বক্সগুলো খুলে প্রথমে টাগাগুলো বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা কাজ।
এবার করোনার কারণে টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদরাসার ৬০ জন ছাত্রশিক্ষক ও রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ অংশ নেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?