মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৈকতে রহস্যজনক সোনার সমাহার, বদলে গেল গ্রামবাসীর ভাগ্য 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১২, ১৪ ডিসেম্বর ২০২০

৫২২

সৈকতে রহস্যজনক সোনার সমাহার, বদলে গেল গ্রামবাসীর ভাগ্য 

সমুদ্র সৈকতে রহস্যজনক ধনসম্পদের সমাহার ভেনেজুয়েলার এক গ্রামের বাসিন্দাদের ভাগ্য বদলে দিয়েছে। দেশটি দীর্ঘদিন অর্থনৈতিক মন্দায় ভুগছে। তদুপরি এখন যোগ হয়েছে করোনাভাইরাস মহামারি। 

স্বভাবতই আর্থিকভাবে নাজুক অবস্থায় ছিলেন সেসব লোক। ‘অলৌকিকভাবে’ ধনরত্ন পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। অনেকেই তা বিক্রি করে নগদ অর্থ পেয়েছেন। মহামারিকালে সেটা দিয়ে কিছু করার চিন্তা করছেন।

ওই গ্রামের মোট জনসংখ্যা ২০০০। বেশিরভাগই পেশায় মৎস্যজীবী। নিয়মিত নিকটবর্তী সমুদ্রে মাছ ধরেন তারা। তাদেরই একজন ইয়োহান লরেস (২৫)। গেল সেপ্টেম্বরের একদিন মাছ শিকার করতে গিয়েছিলেন তিনি। পথিমধ্যে সমুদ্রের তীরে একটি বস্তু জ্বল জ্বল করতে দেখেন। তুলে দেখেন সেটি স্বর্ণপদক।

সেই খবর প্রথমে শ্বশুরকে দেন লরেস। সঙ্গে সঙ্গে তা অগ্নিস্ফূলিঙ্গে মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। স্বভাবতই গুপ্তধনের সন্ধানে সমুদ্র সৈকতে হামলে পড়েন গুয়াকার মৎস্যজীবীরা। প্রচেষ্টা বৃথা যায়নি। বালি খুঁড়ে মূল্যবান সম্পদ পেয়েছেন তারা। 

এর মধ্যে দামি সোনার আংটি, স্বর্ণালঙ্কার, গহনা রয়েছে। কেউ কেউ প্রাপ্ত ধনসম্পদের একেকটি ১৫০০ ডলারে বিক্রি করেছেন। তা দিয়ে খাবার কিনেছেন তারা।

তবে এসব ধনরত্ন কোথা এসেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ক্যারিবীয় জলদস্যুরা কোনো এক সময় সেসব ফেলে যেতে পারে কিংবা বড়দিনের উপহার হিসেবে ধনাঢ্য ব্যক্তিরা রেখে যেতে পারেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank