শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারীর অ্যাকাউন্টে ভুলে ৯৪০ কোটি টাকা দিল ব্যাংক

সাতরং ডেস্ক

১৮:৩৫, ৪ ডিসেম্বর ২০২৩

৫২১

নারীর অ্যাকাউন্টে ভুলে ৯৪০ কোটি টাকা দিল ব্যাংক

মালয়েশিয়ান মেব্যাংক ভুল করে এক নারীর অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৯৪০ কোটি ৮৩ লাখ টাকা) পাঠিয়ে দিল। তবে এ অর্থ ওই নারী তুলতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মাসের শেষের দিকে হাফিদজাহ আবদুল্লাহ দেখতে পান যে তাঁর অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার জমা করা হয়েছে। এই ভুল দেশটির জন্য একটি বড় বিপর্যয় হতে পারত। কারণ প্রতিবছর মালয়েশিয়ায় একটি পরিবারের গড়ে ২২ হাজার ডলার খরচ হয়।  

একটি মানবসম্পদ সংস্থার পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা হাফিদজাহ এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্কডইনে শেয়ার করেছেন। গত ২৯ নভেম্বর হাফিদজাহ লেখেন, আমার ব্যাংকিং অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখার প্রশংসা করছি। এ অর্থ সুখ কিনতে পারেনি কিন্তু মেব্যাংক জানে কীভাবে হতাশা কিনতে হয়।

 এ পোস্টে এক ব্যবহারকারী লেখেন, তারা আপনাকে বলের মতো ব্যবহার করেছে। আপনাকে যেখানে সেখানে লাথি দিয়েছে।

আরেক ব্যবহারকারী লেখেন, আমি বুঝতে পারছি না মালয়েশিয়া ব্যাংকগুলোর কী সমস্যা হলো।

এদিকে শুক্রবার মেব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুলে অর্থ চলে চাওয়ার বিষয়টি সমাধান করা হয়েছে। মেব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম ব্যাংক।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank