মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভ্যাকসিন শয়তান থেকে এসেছে, বহিষ্কার দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারক

সাতরং ডেস্ক

১৩:২৫, ১২ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৩:৩৩, ১২ ডিসেম্বর ২০২০

৬৮২

ভ্যাকসিন শয়তান থেকে এসেছে, বহিষ্কার দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারক

কোভিড-১৯ ভ্যাকসিন শয়তানের কাছ থেকে এসেছে, এমন মন্তব্য করে বহিষ্কার হলেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি মোগোইং মোগোইং। 

সম্প্রতি দেশটির একটি গির্জায় প্রার্থনা করছিলেন বিচারক মোগাইং। সেখানে তিনি বলেন’ শয়তান থেকে আসা ভ্যাকসিন মানুষের ডিএনএ কে দূষিত করছে। তার প্রার্থনার ভিডিও অনলাইনে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায় তিনি প্রার্থনায় সৃষ্টিকর্তাকে বলছেন, যে ভ্যাকসিন বাজারে এসেছে তা আপনার কাছ থেকে নয় বরং শয়তানের পক্ষ থেকে এসেছে। এই ভ্যাকসিনের মাধ্যমে মানুষের শরীরে শয়তানে চিহ্ন ত্রিপল সিক্স ঢুকে পড়ছে। জেসুসের নামে এই ভ্যাকসিন আগুন দিয়ে ধ্বংস করে দিন। 

এ প্রসঙ্গে জোহানেসবার্গের উইটস বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ও দেশটির মন্ত্রীসভার কোভিড-১৯ পরমার্শদাতা কমিটির প্রধান ব্যারি স্কাউব জানান, মানুষের জীবন বাঁচাতে এবং ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন এখন অপরিহার্য। এমন পরিস্থিতিতে তার মতো একজন ব্যক্তিত্বের এমন উক্তি সত্যিই হতাশাজনক। 

এদিকে প্রধান বিচারকের বক্তব্যে নিন্দা প্রকাশ করেছে আফ্রিকান মানবাধিকার সংগঠন আফ্রিকা ফর প্যালেস্টাইন। বহিষ্কারের পাশাপাশি তার উপর আর কোন অভিযোগ গঠন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানায় এই সংগঠন। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও।  


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank