মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বড় হলো এভারেস্ট!

সাতরং ডেস্ক

১৭:০১, ৮ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:১৭, ৮ ডিসেম্বর ২০২০

৬৬৩

বড় হলো এভারেস্ট!

১৯৫৪ সালে ভারত কর্তৃক জরিপে বলা হয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট এর উচ্চতা ৮৮৪৮ মিটার। কিন্তু নেপাল ও চীনের জরিপে মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঘোষণা করা হয় এর উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার, অর্থাৎ .৮৬ মিটার বা ৮৬ সেন্টিমিটার বড়।

২০১৫ সালের মর্মান্তিক ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতায় পার্থক্য এসেছে বলে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক দূর করতেই নতুন করে মাপা হয় এভারেস্টের উচ্চতা।

একটি সংক্ষিপ্ত রিপোর্টে এই কথা জানায় চীনের সংবাদ সংস্থা জিনহুয়া। এছাড়া কাঠমুন্ড থেকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদিব কুমার গয়ালিও এই ঘোষণা দেন। 

১৯৫৪ সালে ভারতের পর ১৯৭৫ ও ২০০৫ সালে চীন দুইবার উচ্চতা মাপে। তখন ৬ রাউন্ডের স্কেলিং ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ফলাফল আসে যথাক্রমে ৮৮৪৮.১৩ ও ৮৮৪৪.৪৩। কিন্তু এই পরিমাপ বিশ্বব্যাপী স্বীকৃতি পায়নি। 


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank