মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিলামে উঠছে মোনালিসা, কাছ থেকে দেখার সুযোগ

সাতরং ডেস্ক

১২:৪৭, ৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১২:৫৮, ৬ ডিসেম্বর ২০২০

৬৫৯

নিলামে উঠছে মোনালিসা, কাছ থেকে দেখার সুযোগ

ধাক্কা খাওয়ার কিছু নেই, বিক্রির জন্য নিলামে উঠানো হচ্ছেনা লিওনার্দো দা ভিঞ্চির অনবদ্য সৃষ্টি ‘মোনালিসা’ কে। প্যারিসের ল্যুভর মিউজিয়াম এই চিত্রকর্মকে নিলামে তুলছে সৌভাগ্যবান একজনকে কাছ থেকে দেখার সুযোগ দেয়ার জন্য। 

মনকাড়া হাসির জন্য কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ায় আলোচনার বিষয় ছিল ‘মোনালিসা’। আজও এই শিল্পকর্ম বহু শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীতশিল্পী এবং লেখককে অনুপ্রেরণা জোগায়। ৫০০ বছরের ইতিহাস মোনালিসার এই চিত্র এখনো মানুষকে আবিষ্ট করে। অনেকেই এখনো গভীরভাবে তাকিয়ে থাকে মোনালিসার দিকে। নিবিড়ভাবে চেষ্টা করে যায় তার হাসির রহস্য খুঁজে বের করার।

একবার তো চুরিও হয়েছিল শিল্পকর্মটি, সেটাও আরেক ইতিহাস। তবে মোনালিসাকে কাছ থেকে দেখার সুযোগ নষ্ট হয়ে গেছে মূলত ১৯৫৬ সালে ঘটা দুটি ঘটনার জন্য। সেবছর ছবিটির ওপর অ্যাসিড ছুঁড়ে মারেন একজন। ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় চিত্রকর্মটি। এরপর এক বলিভিয়ান পর্যটক এর ওপর পাথর ছোঁড়ে। তারপর থেকে, মোনালিসাকে বুলেটপ্রুফ কাঁচের ভেতরে সুরক্ষিত রাখা হয়। বর্তমানে পরীক্ষার জন্য তা এক গবেষকের কাছে আছে। 

তবে নিলামে জিতলে এবার কাছ থেকে দেখার সুযোগ মিলবে। জীবনে একবারই আসা এমন সুযোগ কে পাচ্ছেন সেটা জানা যাবে মঙ্গলবার (৮ ডিসেম্বর। যে জায়গায় নিলাম হবে সেই ক্রিস্টিজ অকশন হাউজের এক প্রেস রিলিজে এই তথ্য তুলে ধরা হয়। 

ল্যুভর মিউজিয়ামের প্রেসিডেন্ট ও পরিচালকের সাথে মিউজিয়ামটিতে টর্চলাইট ভ্রমণের সুযোগও তোলা হবে নিলামে। এছাড়া জোহান ক্রিটেন, কান্ডিডা হোফার ও ইভা জসপিনের মতো শিল্পীদের দান করা চিত্রকর্মও নিলামে উঠবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank