১২,৬৩৮ হীরক খণ্ডের গাঁদাফুল
১২,৬৩৮ হীরক খণ্ডের গাঁদাফুল
এ এক অনন্য হীরার ফুল। দেখলে মনেই হবে না ১২,৬৩৮টি ক্ষুদ্র ক্ষুদ্র হিরা দিয়ে তৈরি এটি। অনবদ্য আংটিটি তৈরি করেছেন ভারতীয় এক তরুণ।
তার নাম হরিশ বনসল। দুই বছর আগে গুজরাটের সুরাটে গয়না শিল্প নিয়ে পড়াশোনা করেন তিনি। ওই সময়ই সেটি গড়ার অনুপ্রেরণা পান ২৫ বছর বয়সী এ কারিগর।
আংটিটি দেখতে অবিকল গাঁদা ফুলের মতো। ভাবা হয়, এটি সমৃদ্ধির প্রতীক। তাই এর নামকরণ করা হয়েছে ‘মেরিগোল্ড-দ্য রিং অব প্রসপারিটি’। ইতোমধ্যে সেটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে।
হরিশের ডিজাইন করা আংটির ওজন ১৬৫ গ্রাম। এর রয়েছে আটটি স্তর। প্রতিটি স্তরে আছে একটি করে পাপড়ি।
হরিশ বলেন, সবসময় আমার লক্ষ্য ছিল আংটিটিতে ১০,০০০-এর বেশি হীরা ব্যবহার করার। আমি অনেক নকশা এবং চিন্তাভাবনা করে এটি তৈরি করেছি।
এক বিবৃতিতে তার কোম্পানি বলেছে, ফুলের (আংটির) প্রতিটি পাপড়ির ডিজাইন অসাধারণ। এ শিল্প বিক্রি করতে আগ্রহী নন হরিশ। ইতোমধ্যে বহু টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ এটি ওর কাছে অমূল্য।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?