মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিলামে উঠছে ৩ কোটি ৭০ লাখ বছরের পুরনো ‘বাঘের কঙ্কাল’

সাতরং ডেস্ক

১৬:২৩, ৪ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:৩৬, ৪ ডিসেম্বর ২০২০

৫৯৭

নিলামে উঠছে ৩ কোটি ৭০ লাখ বছরের পুরনো ‘বাঘের কঙ্কাল’

নিলামে উঠছে ৩ কোটি ৭০ লাখ বছরের পুরনো ‘বাঘের কঙ্কাল’। আগামী সপ্তাহেই এর বিড হবে। ধারণা করা হচ্ছে, সেটির দাম উঠতে পারে সাড়ে ৬৬ লাখ রুপি। 

‘বাঘের কঙ্কালটির’ সামনের দুটি দাঁত বড় এবং ধনুকের মতো বাঁকা। প্রাগৈতিহাসিক যুগের পশুদের নিয়ে নির্মিত হলিউডি সিনেমায় এমনটি দেখা যায়।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার পিগুয়েটে এর নিলাম হবে। ওই সময়ই সেটি প্রকাশ্যে আসবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডোকাটায় বাঘের এ কঙ্কালের সন্ধান পাওয়া যায়। এর ওজন প্রায় ১৬০ কেজি। এটি ‘হপ্লোফোনাস’ প্রজাতির কঙ্কাল। 

এ জাতের প্রাণি দেখতে অনেকটা এখনকার বাঘের মতো ছিল। কালের বিবর্তনে সেটি বিলুপ্ত হয়ে যায়। 

পিগুয়েটের পরিচালক বার্নাড বলেন, এ কঙ্কাল আরেকটি কারণে বিরল। এর প্রায় ৯০ শতাংশ উদ্ধার হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank