মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাঁটু গেড়ে আকাশে হাত তুললো গানদ্যাম

সাতরং ডেস্ক

১৮:২৪, ১ ডিসেম্বর ২০২০

আপডেট: ১০:২১, ২ ডিসেম্বর ২০২০

৫৪১

হাঁটু গেড়ে আকাশে হাত তুললো গানদ্যাম

রোবট গানদ্যাম
রোবট গানদ্যাম

ছয় বছর ধরে প্রকৌশলীরা কাজ করছিলেন বিশাল আকৃতির এক রোবট নিয়ে। যার উচ্চতা প্রায় ৬০ ফুট (১৮ মিটার) এবং ওজন ২৫ টন। যদিও রোবটটি তৈরির কথা প্রথমে গোপন করে রাখা হয়েছিল কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এরই মধ্যে দু’কদম হেঁটে দেখিয়েছে রোবট। হাঁটু গেড়ে বসে আকাশে তুলে ধরেছে হাত। সেদৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে।

সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাপানের বন্দরনগরী ইউকোহামায় জনসম্মুখে আনা হয় ফ্রাঙ্কেনস্টাইন আকৃতির এই রোবটের প্রসঙ্গ। তখন দেখানো হয় কীভাবে চলবে এই রোবটটি। সেটি ছিলো দানব আকৃতির রোবটের হাঁটার কাল্পনিক দৃশ্য মাত্র। তা ছিল একই সাথে উচ্ছ্বাসের ও ভীতির।
 
আর সোমবার (৩০ নভেম্বর) রোবটটির বাস্তবিক হাঁটার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে । এখন পর্যন্ত ৬০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। 

ভিডিওতে দেখা যায় যেখানে রোবটটি তৈরি করা হয়েছে সেখান থেকে ধীর পায়ে হেঁটে সামনে আসছে। তারপর হাঁটু গেঁড়ে আকাশের দিকে ডান হাত বাড়িয়ে দেয়।

অ্যানিমেশন শো "মোবাইল স্যুট গানদ্যাম’’ সিরিজের রোবট আরএক্স-৭৮ -২ এর মতো তৈরি করা হয়েছে এই রোবটটি।  গত শতকের ৮০ দশকে প্রথম প্রকাশ হয় কাল্পনিক রোবটিক অ্যানিমেশন চলচ্চিত্র "মোবাইল স্যুট গানদ্যাম’’। তখনই জনপ্রিয়তার শীর্ষে পৌছায় ছবিটি। তারপর একে একে প্রকাশ হয়েছে গানদ্যাম সিরিজের অসংখ্য চলচ্চিত্র। 

আর এখন গানদ্যাম ভক্তদের নতুন বিনোদন দিতে চালু করা হচ্ছে একটি অ্যামিউজম্যান্ট পার্ক। সেটার জন্যই বানানো হয়েছে রোবটটি। অক্টোবরের ১ তারিখ পার্কটি উদ্বোধনের কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ডিসেম্বরে আনা হয়েছে। 

ডিসেম্বরের শেষ দিকে দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করা হবে পার্কটি। যেখানে থাকবে ক্যাফে ও ডক টাওয়ার। ডক টাওয়ারে খুব কাছ থেকে দেখা যাবে রোবটটিকে। 

শুধু তাই নয়, একটি অন-গ্রাউন্ড সিমুলেটরও তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীদের মনে হয় নিজেই ককপিট থেকে রোবটটি পরিচালনা করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank