করোনার কারণে বিলুপ্ত হলো প্রিন্সিপালিটি অব হাট রিভার
করোনার কারণে বিলুপ্ত হলো প্রিন্সিপালিটি অব হাট রিভার
অবশেষে ৫০ বছর রাজত্বের অবসান ঘটলো অস্ট্রেলিয়াভিত্তিক 'মাইক্রোন্যাশান' প্রিন্সিপালিটি অব হাট রিভার এর। ১৯৭০ সালে সর্বপ্রথম প্রিন্সিপালিটি অফ হাট রিভার একটি স্বতন্ত্র দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। লিওনার্ড ক্যাসলি নামের এক ব্যক্তি সরকারি সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এই দেশ গড়ে তোলেন।
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব ও বিশাল ট্যাক্সের দায় মাথায় নিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে হাট রিভারের নতুন প্রিন্স গ্র্যামি ক্যাসলি। প্রিন্স গ্র্যামি জানান, প্রায় ২.১৫ মিলিয়ন ট্যাক্স বিল শোধ করতে ৭৫ কিলোমিটার দীর্ঘ জনবিচ্ছিন্ন দ্বীপটি বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই।
অস্ট্রেলিয়া সরকার যদিও কখনো হাট রিভারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু মাইক্রোন্যাশানটি ৩০জন বাসিন্দা নিয়ে স্বাধীনভাবেই এর কার্যক্রম পরিচালনা করতো। প্রিন্সিপালিটি অব হাট রিভারের নিজস্ব পাসপোর্ট, স্ট্যাম্প, ড্রাইভিং লাইসেন্স ও পতাকা ছিলো। এমনকি বিশ্বের ১০টি দেশে হাট রিভারের দাপ্তরিক অফিসও ছিলো।
প্রিন্স গ্র্যামি ক্যাসলি জানান, আমার পিতা ৫০ বছর ধরে রাজ্যটি তিলেতিলে গড়ে তুলেছেন। এটির বিলুপ্তির ঘোষণা সত্যিই বেদনাদায়ক। কিন্তু পৃথিবী বর্তমানে অর্থনৈতিক ও জনস্বাস্থ্যের দিক থেকে কঠিন সময় পার করছে। এর প্রভাব প্রিন্সিপালিটি অব হাট রিভারেও এসে পড়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?