মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চোখ ধাঁধানো বইয়ের জগত

সাতরং ডেস্ক

১৯:০০, ২৩ নভেম্বর ২০২০

আপডেট: ১৯:০৬, ২৩ নভেম্বর ২০২০

৬৭৮

চোখ ধাঁধানো বইয়ের জগত

আপনি যদি হ্যারি পটারের বই এবং চলচ্চিত্রের ভক্ত হয়ে থাকেন তবে বইয়ের দোকানটি দেখেই বুঝতে পারবেন কতটা মিল রয়েছে। চীনের সিচুয়ান শহরে সদ্য খোলা বইয়ের দোকানটিকে ইতোমধ্যে তুলনাও করা হচ্ছে জে কে রাওলিং রচিত হ্যারি পটারের স্বপ্নের জগত ও ওয়ার্নার ব্রোর স্টুডিওর সাথে। 

সংবাদমাধ্যম ইনসাইডারের মতে, দ্বিতল ভবনটি নির্মাণ করেছে সাংহাইভিত্তিক ডিজাইনার প্রতিষ্ঠান ‘এক্স+লিভিং’। দোকানটিতে সারি সারি বই এমনভাবে সাজানো যে মনেই হয়না এর কোন অন্ত আছে। এছাড়া আয়নাযুক্ত সিলিং ও চকচকে কালো টাইলসের কারনে যেকারও মনে হবে চারপাশে থাকা বইয়ের চাপে নিজেই পিষ্ট হয়ে যাবে।

মূলত দোকানের গঠন ও আর্কিটেকচারের কারণেই মানুষ এটিকে হ্যারি পটারের সেটের সাথে তুলনা করছে। বিশেষত গোলকধাঁধাঁর মতো সিঁড়ির কারণে মনে হবে সেখানে বুঝি ঘুরে বেড়াচ্ছে হ্যারি পটার, হারমায়নি গ্রেঞ্জার ও রন উইজলি। অনেকে আবার এটাকে বলছেন হোগওয়ার্টস স্কুলের গ্রেট হল ও রুম অব হিডেন থিংসের মিশ্রন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বইয়ের দোকানটির নাম দুজিয়ানগিয়ান ঝংশুগ। ঝংশুগ নামের প্রতিষ্ঠানটির এমন আরও কয়েকটি দোকান আছে যেগুলোর নকশাও করেছিল এক্স+লিভিং। 

ঝংশুগ এর প্রতিষ্ঠাতা লি জিয়াং নিজেই জায়গাটিকে ‘যাদু’ নামকরণ করে ইনস্টাগ্রামে লিখেন, স্টোরটিতে প্রায় ৮০,০০০ বই রয়েছে এবং আরও বিপুল সংখ্যক বই যোগ করার পরিকল্পনা আছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank