ব্রহ্মাণ্ডের এমন ছবি আর কেউ দেখেনি কোনো কালে
ব্রহ্মাণ্ডের এমন ছবি আর কেউ দেখেনি কোনো কালে
সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত আয়োজনে প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্রহ্মাণ্ডের এমন একটি আলোকচিত্র উন্মোচন করলেন যেমন আলোকচিত্র এই প্রথম তুলেছে নাসা। নাসার মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের এক গভীরতম চিত্র তুলে এনেছেন এই ছবির মাধ্যমে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে তোলা হয়েছে এই ছবি। এটা মহাকাশে এ পর্যন্ত তৈরি সবচেয়ে বড় টেলিস্কোপ। ছবিতে ধরা পড়েছে মহাকাশের দূর-দূরান্ত পর্যন্ত। যাতে সৌর জগতের পর সৌর জগত দৃশ্যমান হয়েছে। যা বিং ব্যাং-এর পর সৃষ্টি হয়ে ৬০০ মিলিয়ন বছর ধরে মহাকাশের ঘুর্ণাবর্তে অবস্থান করছে।
এমন একটি সফল কাজের জন্য নাসার প্রশংসা করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আজ আমরা সেই সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি, যা অতীতে আর কেউ কোনোকালে দেখেনি। আজ আমরা সেই স্থানগুলোতে যেতে পারছি, যেখানে অতীতে কোনো কালে কেউ যেতে পারেনি।
প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণার পর ইমেজটি টিজার আকার প্রকাশ করে নাসা। জেমস ওয়েব টেলিস্কোপের পূর্ণাঙ্গ কসমিক স্লাইড শো প্রকাশ করা হবে মঙ্গলবার ভোরে।
গত ছয়মাস ধরে এমন একটি চিত্র লেন্সবন্দি করতে চেষ্টা চালিয়ে আসছিলো ওয়েব।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?