মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিনদুপুরে হাতির কলা ডাকাতি

সাতরং ডেস্ক

১৪:০৪, ১৬ নভেম্বর ২০২০

আপডেট: ১৫:০৪, ১৬ নভেম্বর ২০২০

৮৪৩

দিনদুপুরে হাতির কলা ডাকাতি

রাস্তায় গাড়ি চালাতে ঠিকই টোল দাও আর পুরো বনের মাঝ দিয়ে বাস চালিয়ে যাচ্ছ কোন টেক্স ছাড়াই! এমনটা তো হতে পারেনা। তাই রাস্তার মাঝখানেই ‘টোল’ আদায়ে দাঁড়িয়ে পড়ে হাতি। শেষ পর্যন্ত এক ছড়ি কলা আদায় করে তবেই বাস সামনে এগোতে দেয় প্রাণীটি। 

শ্রীলংকার কাটারাঙ্গামার ঘটনাটি কিছুদিন আগের হলেও সম্প্রতি তা আলোচনার শীর্ষে। বাস থেকে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে হাতি দেখতে পেয়ে বাসের গতি কমান চালক। হাতিকে উদ্দেশ্য করে পাউরুটি ছুড়ে দেন তিনি। কিন্তু পাউরুটি না নিয়ে বাসচালকের পাশের জানালা দিয়ে শুড় ঢুকিয়ে দেয় হাতি।

কারণ বাস চালকের সিটের পিছনেই ছিল কলার ছড়ি! শুড় ঢুকিয়ে চালককে চেপে ধরেই বারবার কলার খোঁজ করছিল হাতিটি। পরে এক যাত্রীর সহায়তায় কলার ছড়ি দিয়ে বিদায় করে হাতিকে। হাতিকে ‘টোল’ দিয়েই তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন বাসচালক। 

সম্প্রতি ভারতের বন কর্মকর্তা প্রভীন কাশওয়ান তার টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করলে তা দ্রুত ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

‘সড়কে দিনদুপুরে ডাকাতি’ ক্যাপশন দেয়া পোস্টটি ইতোমধ্যে আড়াই লাখ মানুষ দেখেছে। দারুণ দারুণ সব কমেন্টও করছেন তারা।  

ভিডিওটি মজার হলেও কমেন্ট সেকশনে এক শিক্ষণীয় বার্তা লেখেন প্রভীন। তিনি বলেন ‘এই কারণেই বনাঞ্চলের পাশ দিয়ে যাওয়ার সময় বন্য প্রাণীদের খাবার দিতে নেই। তারা নতুন স্বাদে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে ঘনঘন রাস্তায় বা মানুষের ‍কাছে যাওয়া শুরু করে প্রাণীগুলো ।  


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank