মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলিয়ান শিল্পীর বিচিত্র মাস্ক, হইচই 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:২৩, ১৫ নভেম্বর ২০২০

৩৫৩

ব্রাজিলিয়ান শিল্পীর বিচিত্র মাস্ক, হইচই 

কোভিড-১৯ থেকে বাঁচতে মাস্ক এখন মাস্ট। তবে মাস্ক পরতে হয় বলে মন খারাপ করেন অনেকেই। চেহারাই যে দেখা যায় না। মেকআপ করলে সেটাও প্রকাশ করার জো নেই। তাই বাজার এখন নানা ধরনের, নানা রঙের মাস্কে সয়লাব। নিজেকে তো আলাদাভাবে প্রকাশ করতে হবে!

এদিকে সবচেয়ে বৈচিত্রময় মাস্ক তৈরি করে হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলের এক চিত্রশিল্পী। মানুষের মুখের নিচের অংশ আঁকা মাস্ক বানাচ্ছেন ৬৫ বছর বয়সী জর্জ রোরিজ। 

রোরিজের রঙ করা মাস্কগুলো এতটাই নিঁখুত যে দেখতে পুরো মানুষের মতোই মনে হয়। শুধু অঙ্গগুলো নড়ে না, এটাই পার্থক্য।  

মুখের যে অংশে মাস্ক থাকে তার পুরোটাই খুব সুক্ষভাবে সাদা মাস্কের উপর রঙ করেন রোরিজ। ত্বক ও ঠোঁট ঠিক রাখতে দীর্ঘ সময় কাজ করতে হয় তাকে।  

রিও ডি জেনেইরোর বিভিন্ন উৎসবে নিজের তৈরি রঙিন সব কস্টিউম দিয়ে মানুষজনকে তাক লাগাতেন জর্জ রোরিজ। করোনার সময়ে নিজের সেই দক্ষতা কাজে লাগাচ্ছেন তিনি। 

ফেসবুকে তার এক মাস্কের ছবি পোস্ট দেয়ার পর দ্রতই তা ভাইরাল হয়ে যায়। করোনাকালে একই সাথে নিরাপদ ও ফ্যাশন সচেতন থাকতে অনেকেই মাস্ক বানানোর অর্ডার দিচ্ছেন রোরিজকে।  

এ প্রসঙ্গে রোরিজ বলেন, " আমি সবার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। তবে মানুষ নিজের যত্ন নিচ্ছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank