বাচ্চাদের ছুড়ে মারবেন না, স্কুলের আহ্বান
বাচ্চাদের ছুড়ে মারবেন না, স্কুলের আহ্বান
বাচ্চাদের নিয়ে দেরিতে স্কুলে পৌঁছার ঘটনা কোন বাবা-মায়ের ক্ষেত্রে না ঘটেছে! তার তেমনটা হলে হেনো পথ নেই যেভাবে শিশুদের স্কুলে ঢোকানোর চেষ্টা চলে। কেউ কেউ স্কুলের পাচিলের এপার থেকে শিশুদের ছুড়ে মারেন ওপারে।
বিস্মিত হচ্ছেন? সত্যি ঘটনা।
আর এমনই আচরণ থামাতে ফ্রান্সের একটি স্কুল বাধ্য হয়েছে বড় করে নোটিশ টানাতে- দয়া করে দেরিতে আসা শিশুদের দেয়ালের ওপার থেকে ছুড়ে মারবেন না।
একটি ছবি এঁকেও দেওয়া হয়েছে।
ফ্রান্সের এভিগননের ট্রিলেড স্কুলে দেখা গেছে বাবা মায়ের উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে- শিশুদের ছুড়ে মারবেন না, অপেক্ষা করুন, গেট খোলার পরবর্তী সময় সকাল ১০টা। আর একটি কার্টুন এঁকে দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে, একটি শিশুকে স্কুলের গেটের ওপর দিয়ে ছুড়ে মারা হয়েছে।
স্থানীয় একটি সংবাদপত্রকে স্কুলটির প্রিন্সিপাল বলেছেন, স্কুলে দেরিতে পৌঁছে গেট বন্ধ পেলে বাবা-মায়েরা বাচ্চাগুলোকে রীতিমতো গেটের ওপার থেকে ছুড়ে মারে।
ঘটনা যে অনেক বেশি, কিংবা কেউ আহত হয়েছে তেমন নয়, কিন্তু এটি বিপজ্জনক। আর সে কারণেই আমরা সতর্কতামূলক নোটিশ টাঙিয়েছি, বলেন প্রিন্সিপাল।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?