মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পায়ে হেঁটে ২০০ ফুট দূরে গিয়ে বসলো ভবনটি

সাতরং ডেস্ক

১৭:২৫, ১৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:৫১, ১৪ নভেম্বর ২০২০

৮৯৫

পায়ে হেঁটে ২০০ ফুট দূরে গিয়ে বসলো ভবনটি

৮৫ বছর বয়সি ভবনটি হেঁটে এগিয়ে গিয়ে নতুন স্থানে বসলো। চীনের সাংহাইয়ে এই কাজ সম্ভব করে দেখিয়েছেন দেশটির প্রকৌশলীরা। পাঁচতলা বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয় ভবনটি আগের অবস্থান থেকে ২০০ ফুট সরিয়ে নেওয়া হয়েছে।

ভবন যেমন ছিলো তেমনই রয়ে গেছে, কেবল স্থান পরিবর্তন হয়েছে মাত্র। যখন কাজটি করা হয়, তখন ভবনের গায়ে ঝুলে থাকা ব্যানার পোস্টারগুলোও ঝুলছিলো।
 
প্রকৌশলীরা যে যন্ত্রগুলো ব্যবহার করেছেন তার নাম দিয়েছেন ওয়াকিং মেশিন।
 
ঐতিহাসিক স্কুল ভবনটির নিচে এমন ২০০টি মেশিন লাগিয়ে এক পা এক পা করে সেটিকে নতুন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে।
 
মেশিনগুলো দেখতে একেকটা রোবটিক পায়ের মতো। এগুলোকে দুটি ভাগে ভাগ করে একদিকের একশটি মেশিন এক পা এগিয়ে গেলে পরক্ষণেই দ্বিতীয় সারির ১০০ পা একসঙ্গে এগিয়ে গেছে। এভাবে হাটি হাটি পা পা করেই দুইশ ফুট এগিয়ে যায় ভবনটি। ঠিক চারপেয়ে প্রাণির মতো। 

সাংহাই ইভোল্যুশন শিফট নামের একটি কোম্পানি ২০১৮ সালে এই প্রযুক্তি তৈরি করে। মেশিনগুলোর ওপর ভর করে প্রথমে ভবনটি উঁচু হয়ে দাঁড়িয়ে যায়, এরপর ধীরে ধীরে তা হেঁটে এগিয়ে যায়। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank