মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ দিন পানিতে ডুবে ছিলেন তিনি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:২০, ১৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:০০, ১৪ নভেম্বর ২০২০

৫৩৩

৬ দিন পানিতে ডুবে ছিলেন তিনি

টানা প্রায় ৬ দিন পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়েছেন মিশরের এক ডুবরি। বিচিত্র ঘটনাভিত্তিক সংবাদমাধ্যম রিয়েলিটি টিভি ওয়ার্ল্ড, ইউপিআই এই তথ্য জানিয়েছে।

ওই ব্যক্তির নাম সাদ্দাম আল-কিলানি (২৯)। গেল ৫ নভেম্বর দাহাব উপকূলে লোহিত সাগরে ডুব দেন তিনি। সেখানে ১৪৫ ঘণ্টা ৩০ মিনিট নির্বিঘ্নে অবস্থান করেন। 

সাদ্দামের পেশা ও নেশাই হচ্ছে পানির নিচে ডুবে থাকা। এর মাধ্যমে বিভিন্ন কার্যসাধন করা। এর আগে ২০১৭ সালে ১২১ ঘণ্টা ডুবে থাকেন তিনি। সেটিই ছিল তার সর্বোচ্চ। এবার নিজের সেরাটাকেও ছাড়িয়ে গেলেন মিশরীয় ডুবরি।

শুধু নিজের নয়, বিশ্বরেকর্ড গড়েছেন সাদ্দাম। এতদিন পানির নিচে সবচেয়ে বেশি সময় ধরে ডুবে থাকার রেকর্ড ছিল ১৪২ ঘণ্টা ৪৭ মিনিট। ২০১৬ সালে সাইপ্রাসের সেম কারাবে এই নজির স্থাপন করেন। এবার তা ভেঙে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মিশরের স্কুউবা ডুবরি।

মূলত ১৫০ ঘণ্টা পানির নিচে থাকতে চেয়েছিলেন সাদ্দাম। তবে স্বাস্থ্য জটিলতা দেখা দেয়ায় ১৪৫ ঘণ্টা ৩০ মিনিট পরই উঠে পড়েন তিনি। এর আগেও সংবাদের শিরোনামে আসেন ২৯ বছর বয়সী ডুবরি। গেল সেপ্টেম্বরে পানির নিচেই হবু বউ পিয়া লেগোরার সঙ্গে বাগদান সারেন তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank