আজ দীপাবলি, গৃহকোণ আলোকিত হবে প্রদীপের আলোয়
আজ দীপাবলি, গৃহকোণ আলোকিত হবে প্রদীপের আলোয়
আজ কালীপূজা ও দীপাবলি উৎসব। এই উৎসবকে শ্যামাপূজাও বলা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শনিবার (১৪ নভেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন ভক্ত অনুরাগীরা। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন হবে দীপাবলির।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা মা হচ্ছেন শক্তির প্রতীক। অসুর নিধনকারী শক্তির দেবী। তারা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন।
পুরাণ মতে,কার্তিক মাসের আমাবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। শ্যামাপূজা উপলক্ষে দেশের সর্বত্র মন্দিরে ও বিভিন্ন প্রাঙ্গণে মণ্ডপ সাজানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মন্ডপ প্রাঙ্গণে আসার নির্দেশনা দেয়া হয়েছে।
দীপাবলির সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ,বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান সেজে ওঠে সারি সারি প্রদীপ আর মোমের আলোয়। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি,সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?